For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাদের নয়া দাবি থেকে মুখ ফেরালো শিবসেনা-বিজেডি-সমাজবাদী পার্টি, দিল্লির বুকে কোন সমীকরণ

  • |
Google Oneindia Bengali News

সংসদে বড় তিনটি বিজেপি বিরোধী দলের মধ্যে অন্যতম হল ওড়িশার বিজু জনতা দল, মহারাষ্ট্রের শিবসেনা ও উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি । আর এদের সঙ্গে অবশ্যই রয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে, বাংলার ভোট নিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে সমাজবাদী পার্টি থেকে শুরু করে শিবসেনা। তবে দিল্লির বুকে এবার কার্যত অন্য সুর।

 তৃণমূলের দাবি কী ছিল?

তৃণমূলের দাবি কী ছিল?

এদিকে,জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস ৪ রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে ভোটের জন্য সংসদের বাজেট অধিবেশেনের দ্বিতীয়াংশ আপাতত মুলতুবি করে রাখার দাবি জানিয়েছিল। মূলত,ওই অধিবেশন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়। আর তৃণমূলের সেই দাবি নিয়ে ওড়িশা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের স্থানীয় তিন দলের প্রতিক্রিয়াই এবার খবরের শিরোনাম কেড়েছে।

তৃণমূলের দাবি নস্যাৎ সঙ্গীদেরই!

তৃণমূলের দাবি নস্যাৎ সঙ্গীদেরই!

জানা গিয়েছে, সংসদ মুলতুবি নিয়ে তৃণমূলের দাবি কার্যত নস্যাৎ করে দিয়েছে তিনটি পার্টি। বিজেডি, শিবসেনা ও সমাজবাদী পার্টি জানিয়েছে , বাজেট সেশনের দ্বিতীয় অংশ পিছিয়ে করার যে ডাক তৃণমূল দিয়েছে, তা তারা রাখতে পারছে না।

সমীকরণ নিয়ে জল্পনা!

সমীকরণ নিয়ে জল্পনা!

মূলত, এই অবস্থায়, স্বভাবতই নজর কাড়ছে তৃণমূলের প্রতি শিবসেনা সমাজবাদী পার্টির অবস্থান। কয়েকদিন আগেও ওই দুটি পার্টি জানিয়েছে বাংলার নির্বাচনে তাঁরা মমতার হাত শক্ত করতে চায়। সমাজবাদী পার্টি কর্মী, নেতারা মমতার হয়ে প্রচারে নামবেন বলেও জানান সপা নেতা অখিলেশ। তবে তারপর মমতার প্রতি তাঁদের নয়া অবস্থান ঘিরে জল্পনা চড়ছে।

এখন কী বলছেন বিজেডি নেতারা?

এখন কী বলছেন বিজেডি নেতারা?

নবীন পট্টনায়কের দল 'বিজু জনতা দল' জানিয়েছে ,'নির্বাচন পাঁচটি স্টেটে হচ্ছে। সারা দেশে নয়। এটা বাজেট সেশন সংসদের। যা খুবই গুরুত্বপূর্ণ ।' আর সেই দিক থেকে এই সেশনের দ্বিতীয়াংশ মুলতুবির ডাকের সমর্থন করছেন না ওড়িশার স্থানীয় দলের নেতারা। এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ানরা তৃণমূলের তরফে বাজেট অধিবেশনের দ্বিতীয়াংশ মুলতুবি করার ডাক দেন।

English summary
West Bengal Assembly Election 2021, SP, RJD, Shivsena Rejects tmc's Demand of parliament adjournment due to polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X