For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেকের চ্যালেঞ্জে আজ শুভেন্দুর আরও এক 'জবাব' দেওয়ার দিন! অমিতের সভায় রওনার আগে শিশির দিলেন কোন বার্তা

অভিষেকের চ্যালেঞ্জে আজ শুভেন্দুর আরও এক 'জবাব' দেওয়ার দিন! অমিতের সভায় রওনার আগে শিশির দিলেন কোন বার্তা

  • |
Google Oneindia Bengali News

১৯ ডিসেম্বর ২০২০ সালে যেদিন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন, সেদিন রাজ্য রাজনীতির এক বড়সড় পালা পরিবর্তন হয়েছে। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন যে শুভেন্দু নিজের ঘরেই পদ্ম ফোটাতে পারছেন না। যার জবাবে কয়েকদিন বাদেই দেখা যায় শুভেন্দুর ভাই সৌমেন্দু বিজেপিতে যোগ দেন। আর আজ পদ্মে শিশির যোগের কথা! আর সেই সূত্র ধরে অভিষেককে আরও একবার জবাব দেওয়ার পালা আজ শুভেন্দুর।

'শুভেন্দু যা বলবে তাই হবে'

'শুভেন্দু যা বলবে তাই হবে'

এগরায় অমিত শাহের সভায় বিজেপিতে শিশির অধিকারীর যোগাদানের কথা রয়েছে বিজেপিতে। এদিকে এমন এক পরিস্থিতিতে শিশির অধিকারী আজ শান্তিকুঞ্জ থেকে বের হতেই তাঁকে সাংবাদিকরা বহু প্রশ্ন করেন। জবাবে শিশিরবাবু বলেন, 'শুভেন্দু যা বলবে তাই হবে। ও বললে প্রচারে যাব। নন্দীগ্রামে যাব'।

'নন্দীগ্রামের ইজ্জত বাঁচাতে জন্য লড়ব'

'নন্দীগ্রামের ইজ্জত বাঁচাতে জন্য লড়ব'

' আমরা ফুটপাতের লোক।' শিশির অধিকারী এদিন এইভাবে তোপের মাত্রা তুলে ধরে সরব হন। তিনি বলেন , ফুটপাত থেকে লড়াই হয়েছে আগে, এবারেও লড়বেন সেভাবেই। আক্ষেপের সুরে শিশির অধিকারী বলেন,'আমাকে কার্যত ধাক্কা মেরে বিজেপির দিকে পাঠিয়ে দেওয়া হল।' তাঁর দাবি এবারে তাঁর লড়াই 'নন্দীগ্রামের ইজ্জত বাঁচানোর লড়াই।'

 বিজেপিতে কোন ভূমিকায় দেখা যেতে পারে শিশিরকে?

বিজেপিতে কোন ভূমিকায় দেখা যেতে পারে শিশিরকে?

শিশির অধিকারী দাপটের সঙ্গে এদিন বলেছেন, নন্দীগ্রামে শুভেন্দুই জিতবেন। আর নতুন দলে শিশিরবাবুর কী ভূমিকা হতে পারে , তা নিয়ে শিশির অধিকারী জবাবে বলেন, শুভেন্দু যা বলবে সেই ভূমিকাই হবে। তিনি একই সঙ্গে যোগ করেন,'শুভেন্দু আমাদের মাউথ পিস। '

মমতাকে তোপ

মমতাকে তোপ

এদিন নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগেন শিশির অধিকারী। তিনি বলেন , একদিন যে দল করেছিলেন তা 'ফ্যাক্টরি' ছিল । শুভেন্দুদের প্রতি মমতার 'গদ্দার' তকমা নিয়ে তৃণমূল সুপ্রিমোর নাম না করে শিশির অধিকারী বলেন, 'উনি তো ফ্যাক্টরির মালিক' এর মতো বলছেন। এছাড়াও যে পদে বর্তমানে শিশির অধিকারী রয়েছেন, তা ছাড়া নিয়ে তিনি বলেছেন, পদ ছাড়া নিয়ে ওরাই বলতে পারবেন, আমার বলার দরকার নেই।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূলীদের ভিড়, দলে উল্টো স্রোত বইয়ে যাঁরা 'বেসুরো’বিজেপির প্রার্থী তালিকায় তৃণমূলীদের ভিড়, দলে উল্টো স্রোত বইয়ে যাঁরা 'বেসুরো’

English summary
West Bengal Assembly Election 2021, Sisir Adhikari talks about Suvendu before joing BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X