For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১১-র ভোটে মমতার জয় নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু, নন্দীগ্রামে প্রথম সভাতেই ভোট প্রতিশ্রুতি

২০১১-র ভোটে মমতার জয় নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু, নন্দীগ্রামে প্রথম সভাতেই ভোট প্রতিশ্রুতি বিজেপি প্রার্থীর

Google Oneindia Bengali News

প্রার্থী ঘোষণার পর নন্দীগ্রামে প্রথম পা রেখেই প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ২০১১-র বিধানসভা ভোটে চিটফান্ডের টাকায় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু। একই সঙ্গে ভোট প্রতিশ্রুতি হিসেবে তিনি বলেেছন বিজেপি সরকার আনুন চিটফান্ডের সব টাকা ফেরত পেয়ে যাবেন। জামানত জব্দ করে টাকা ফেরত দেবে বিজেপি সরকার।

 নন্দীগ্রামে শুভেন্দু

নন্দীগ্রামে শুভেন্দু

প্রার্থী হিসেবে বুধবার প্রথম নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী। জানকী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি । শুভেন্দুকে ঘিরে এতো ভিড় ছিল সেখানে যে প্রথমে গাড়ি েথকে নেমে তিনি এগোতেই পারছিলেন না। শেষে বেশ কিছুক্ষণ পর পায়ে হেঁটে নির্বাচনী কার্যালয়ের সামনে পৌঁছন তিনি। যজ্ঞ করে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন তিনি। ১ এপ্রিল পর্যন্ত এই কার্যালই হবে তাঁর ডেরা।

মমতাকে নিশানা

মমতাকে নিশানা

নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে সরাসরি তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন ২০১১ সালে চিট ফান্ডের টাকা ভোট করেছিলেন মমতা। ৩ কোটি মানুষেক টাকা মেরেছেন মাননীয়া। চিটফান্ডের টাকা ফেরানোর কথা বললেও একটি টাকাও কাউকে দেননি মমতা। কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু। বিজেপিকে সরকারে আনলে চিটফান্ডের সব টাকা ফেরত দেয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি প্রার্থী।

নন্দীগ্রামকে হিংসা করেন মমতা

নন্দীগ্রামকে হিংসা করেন মমতা

শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন নন্দীগ্রামকে ভাল বাসেন না মমতা। এখানকার মানুষের নিরাপত্তার কথা ভাবেন না তিনি। নন্দীগ্রামকে হিংসা করেন তিনি। যে নন্দীগ্রাম নিয়ে বড় বড় কথা বলছেন মমতা সেই নন্দীগ্রাম থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। লকডাউন কেমন আছে নন্দীগ্রাম কখনও খোঁজ নিয়ে দেখননি। আম্ফান ঝড়ের সময় ডায়মন্ড হারবার ছুটে গিয়েছিলেন কিন্তু নন্দীগ্রামের মানুষ কেমন আছে দেখতে আসেননি তিনি।

হিন্দুত্ব তাসে নিশানা

হিন্দুত্ব তাসে নিশানা

বারবার নিজেেক ঘরের ছেলে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। জুতো পরে জানকী মন্দিরের দাওয়ায় উঠেছিলেন। গুরুতর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এমনকী শুভেন্দু মমতাকে ভেজাল হিন্দু বলে কটাক্ষ করেছেন। নন্দীগ্রামের ১৭টা অঞ্চলের নাম বলতে পারবেন না তিনি। নন্দীগ্রামে মমতার কোনও অবদান নেই বলে তীব্র নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। মমতার চণ্ডীপাঠ নিয়েও তীব্র আক্রমণ করেছেন শুভেন্দু। নাম না করেই তিনি বলেছেন দড়ি ধরে মারো টান রানি হবে খান খান।

English summary
West Bengal Assembly Election 2021:Shuvendu Adikari slams Mamata Banerje on 2011 assrmbly election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X