For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শনিবারই বিজেপিতে যোগ রুদ্রনীলের! রাজীবের সঙ্গে একই বিমানে দিল্লি যাত্রা

শনিবারই বিজেপিতে (bjp) যোগ দিতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (rudranil ghosh)। এদিন কলকাতা থেকে যে চাটার্ড বিমানে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন জন প্রতিনিধি দিল্লি যাচ্ছেন, সেই বিমানেই দিল্লি যাচ্ছেন রুদ্রনীল ঘোষও। এমাস

  • |
Google Oneindia Bengali News

শনিবারই বিজেপিতে (bjp) যোগ দিতে চলেছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (rudranil ghosh)। এদিন কলকাতা থেকে যে চাটার্ড বিমানে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন জন প্রতিনিধি দিল্লি যাচ্ছেন, সেই বিমানেই দিল্লি যাচ্ছেন রুদ্রনীল ঘোষও। এমাসের শুরু থেকেই তৃণমূলের প্রতি বেসুরো হয়েছিলেন তিনি। তারপরে আলোচনায় সন্তুষ্ট হয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

দেশ সবার আগে! ২৪ ঘন্টার নোটিশে ঠাকুরনগরে সভা, মতুয়াদের আশ্বস্ত করলেন অমিত শাহদেশ সবার আগে! ২৪ ঘন্টার নোটিশে ঠাকুরনগরে সভা, মতুয়াদের আশ্বস্ত করলেন অমিত শাহ

ক্ষমতায় আসার পরেই তৃণমূলের বৃত্তে রুদ্রনীল

ক্ষমতায় আসার পরেই তৃণমূলের বৃত্তে রুদ্রনীল

ছাত্রজীবনে রাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, বাম আমলের শেষ দিকে তৎকালীন শাসকের প্রতি বেসুরো ছিলেন রুদ্রনীল ঘোষ। আর তৃণমূল ক্ষমতায় আসার পরে কোনও দলীয় পদ না নিলেন বৃত্তিমূলক শিক্ষা সংসদের সভাপতির দায়িত্ব দেওয়া হলেছিল তাঁকে। তাঁকে হাওড়ার একটি কলেজের পরিচালন সমিতির পদের বসিয়েছিল তৃণমূল সরকার। কিন্তু সাম্প্রতিক সময়ে বেসুরো শোনা যায় তাঁকে। বুঝিয়ে দিয়েছিলেন, তিনি তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ। তাঁর মন্তব্য ছিল সব রাজনাতিক দলই চরিত্র বদল করে। তিনি সেই সময় সরাসরি কিছু না জানালেও ঘনিষ্ঠরা বলেছিলেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন রুদ্রনীল। (ছবি সূত্র: রুদ্রনীল ঘোষের ফেসবুক)

জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার সঙ্গে বাড়িতে বিজেপি নেতাও

জন্মদিনে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার সঙ্গে বাড়িতে বিজেপি নেতাও

সরাসরি কিছু না বললেন তিনি যে তৃণমূলের প্রতি অসন্তুষ্ট তা আকারে ইঙ্গিতে বুঝিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। তবে বছরের শুরুতে জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে ফুল পাঠিয়েছিলেন। আর সন্ধেয় বাড়ি গোলাপ নিয়ে হাজির হন বিজেপির নেতা শঙ্কুদেব পণ্ডা। সেই সময় শঙ্কুদেব পণ্ডা ছাড়াও রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর।

সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন

সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন

তবে এবছরের শুরুর দিকেই রুদ্রনীল ঘোষ সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন কিছু পেশাগত কাজ রয়েছে, সেগুলো হয়ে গেলেই তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাববেন। একইসঙ্গে তিনি জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাস নাগাদ চিনি এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এরই মধ্যে প্রদেশ কংগ্রেসের তরফেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অধীর চৌধুরীর ঘনিষ্ঠ এক ব্যক্তি ফোন করেছিলেন তাঁকে।(ছবি সূত্র: রুদ্রনীল ঘোষের ফেসবুক)

শুভেন্দুর সঙ্গে কথা

শুভেন্দুর সঙ্গে কথা

গত সপ্তাহে হরিদেবপুরে এক অভিনেতার জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়েছিলেন রুদ্রনীল ঘোষও। সেখানেই দুজনের মধ্যে কথা হয়। এব্যাপারে রুদ্রনীল ঘোষের বক্তব্য ছিল, একে অপরকে প্রায় আট থেকে দশ বছর চেনেন। শুভেন্দু অধিকারীকে তিনি বলেছিলেন আর কিছু দিন পরে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কোনও কথা হয়নি বলে দাবি করেছিলেন রুদ্রনীল।

শনিবার বিজেপিতে যোগ

শনিবার বিজেপিতে যোগ

হাওড়ার ডুমুরজলার সভা বাতিল হওয়ার পরে শুক্রবার রাতেই অমিত শাহ ফোন করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তখনই তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়কে শনিবারের কর্মসূচির কথা জানান। এবং চাটার্ড ফ্লাইটের কথাও জানান বলে সূত্রের খবর। সেই সময় কারা সেই ফ্লাইটে যাবেন, সেই নামই জানিয়ে দেওয়া হয়। সেই মতো এদিন বিকেল নাগাদ দিল্লি রওনা দিচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডায়মিয়া, পার্থসারথি চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষরা। সন্ধেতেই তাঁরা বিজেপিতে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

English summary
West bengal assembly election 2021: Rudranil Ghosh will join bjp with Rajib Banerjee in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X