For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিহারে 'ডবল ইঞ্জিন'-কে প্রায় রুখে দিয়ে তেজস্বীর নজরে এবার বাংলা-অসম

Google Oneindia Bengali News

অসম নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নির্বাচন লড়বে আরজেডি। এদিন গুয়াহাটিতে এমনই জানিয়ে দিলেন তেজস্বী যাদব। বিহারে প্রায় একাই নীতীশ-মোদী জুটিকে প্রায় থমকে দিয়েছিলেন লালু পুত্র। এরপরই তেজস্বী এবার অসমে ভোটে লড়ার ঘোষণা নিয়েছেন। পাশাপাশি বাংলাতেও ভোটে লড়তে পারেন তেজস্বী।

রবিবার কলকাতায় আসছেন তেজস্বী

রবিবার কলকাতায় আসছেন তেজস্বী

রবিবার কলকাতায় আসছেন তেজস্বী। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন তেজস্বী। পাশাপাশি বামেদের সঙ্গেও আলোচনা হতে পারে তাঁর। এখনও পর্যন্ত বাম-কংগ্রেস জোট তেজস্বীকে নিজেদের দিকে পাবেন বলেই আশা করছেন। তবে বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিহারে গদি দখল করতে পারেননি তেজস্বী। সেই ক্ষেত্রে বাংলায় বাম-কংগ্রেসের সঙঅগে তিনি জোট গড়বেন কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

কটি আসনে লড়বেন তেজস্বীরা

কটি আসনে লড়বেন তেজস্বীরা

এদিন অসমে তেজস্বী জানান, 'আমরা এমন সব দলের সঙ্গে কথা বলছি যাদের ভাবধারা আমাদের সঙ্গে মেলে। কংগ্রেস, এআইইউডিএফ ছাড়াও আমরা কিছু ছোটো দলের সঙ্গেও আলোচনা চালাচ্ছি। অসমে ১১টি আশন আছে যেখানে বিহার, বাংলা থেকে আসা হিন্দি ভাষী ভোটার রয়েছে। আমরা এমন আসনেই লড়ব যেখানে আমাদের জেতার সম্ভাবনা প্রবল।'

পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতেও তেজস্বী

পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতেও তেজস্বী

ভোটমুখী দুই পড়শি অসম ও পশ্চিমবঙ্গে তেজস্বীর এই হঠাৎ সফর তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের৷ এদিন অসম থেকে তেজস্বী ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে বিজেপি বিরোধী শক্তিদের সঙ্গে জোট গড়ার বিষয়ে আলোচনা করবেন।

একা লড়াই করারই পক্ষপাতী তেজস্বীর দল আরজেডি

একা লড়াই করারই পক্ষপাতী তেজস্বীর দল আরজেডি

এখনও পর্যন্ত যেটুকু ঠিক হয়েছে, সেই অনুযায়ী বাংলার মাটিতে একা লড়াই করারই পক্ষপাতী তেজস্বীর দল আরজেডি৷ যদিও মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ কোনও বড় পরিকল্পনারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ আরজেডি সূত্রে খবর, বিজেপি প্রার্থীদের ধরাশায়ী করতেই তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা৷

পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে লড়বেন তেজস্বীরা

পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে লড়বেন তেজস্বীরা

আরজেডি সূত্রে খবর, এবছর পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে লড়বে তারা৷ পাশাপাশি, অসমে আরজেডি লড়বে ১০টি আসনে৷ এমনকি, কোন কোন আসনে তারা প্রার্থী দেবে, তাও একপ্রকার নিশ্চিত বলেই জানা গিয়েছে৷ এবিষয়ে পাকা কথা সারতে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল দুই নেতাকে৷ এঁরা হলেন আরজেডি-র প্রধান সাধারণ সম্পাদক আবদুল বারি সিদ্দিকি এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক শ্য়াম রজক৷ উল্লেখ্য়, কয়েক সপ্তাহ আগেই কলকাতায় এসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে গিয়েছিলেন এই দু'জন৷

English summary
West Bengal Assembly Election 2021: RJD under Tejashwi Yadav to contest in Assam and Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X