For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ছাড়ার হিড়িক অব্যাহত প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে, সরগরম শিলিগুড়ি

  • |
Google Oneindia Bengali News

প্রার্থী তালিকা ঘোষণা হতেই বাংলার দিকে দিকে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। একদিকে বিজেপি রবিবার তাদের প্রার্থী তালিকার একটি বড় অংশ ঘোষণা করে দিয়েছে। তারপরই দল ছাড়তে দেখা গিয়েছে তাবড় নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এদিকে, প্রার্থী নিয়ে জেলাস্তরেও বিক্ষোভ বিজেপি, তৃণমূলের বহু অংশে। তারই মধ্যে এবার খবরে শিলিগুড়ি।

 শিলিগুড়িতে কী ঘটেছে?

শিলিগুড়িতে কী ঘটেছে?

ওম প্রকাশ মিশ্রের প্রার্থীপদ নিয়ে ক্রমেই উত্তরবঙ্গে তৃণমূলের একাংশে ক্ষোভ জমতে শুরু করেছে। আর তার জেরেই সেখানে একের পর এক তৃণমূল নেতা দল ছেড়ে দিচ্ছেন।

 হেভিওয়েটদের পদত্যাগ

হেভিওয়েটদের পদত্যাগ

উত্তরের তৃণমূলের অন্যতম নামী মুখ নান্টু পালের পর এবার দার্জিলিং জেলা তৃণমূলের দুই সাধারণ সম্পাদক দল ছাড়লেন। তাঁদের দাবি 'বহিরাগত' প্রার্থীর দায় তাঁরা নিতে চাননা।

 কোন ক্ষোভ তৃণমূল কর্মীদের বুকে?

কোন ক্ষোভ তৃণমূল কর্মীদের বুকে?

প্রসঙ্গত, দলত্যাগী তৃণমূল কর্মীদের মধ্যে থেকে নান্টু পাল জানিয়েছেন, বাইচুংকে এলাকায় তাঁরা 'ক্যারি' করেছেন। তবে তারপরও বাইচুং হারেন। এরপর হারের কারণ হিসাবে তাঁদেরই অভিযুক্ত করা হয়েছে বলে ক্ষোভ নান্টু পালের। তাঁর দাবি বারবার বহিরাগত প্রার্থীদের 'ক্যারি' করা সম্ভব নয়।

 অপমান নিয়ে ক্ষোভ

অপমান নিয়ে ক্ষোভ

এদিকে দলত্যাগ কার আরও কিছু সদস্যের দাবি, তৃণমূল ভবনে তাঁরা গেলে তাঁরা হেরে যান বলে অপমান করা হয়েছে বহুবার। এরপরও তাঁরা দলকে জানান যে স্থানীয় তৃমমূল থেকেই যেন প্রার্থী বেছে নেওয়া হয়। তবে তা সত্ত্বেও কাজের কাজ হয়নি বলে ক্ষোভে দল ছাড়ছেন তৃণমূল নেতারা বলে জানান তিনি।

ওম প্রকাশ মিশ্রের দাবি

ওম প্রকাশ মিশ্রের দাবি

এদিকে তৃণমূলের ওম প্রকাশ মিশ্রের দাবি, তাঁর হয়ে দলের সমস্ত শাখা সংগঠন কাজ করছে। ক্ষোভ উগড়ে ওম প্রকাশ মিশ্রের দাবি, তাঁকে 'ক্যারি' করতে যোগ্যতা লাগে। যা থাকলেই কেবল এগিয়ে চলা যায় তাঁকে প্রার্থী হিসাবে সঙ্গে নিয়ে।

English summary
West Bengal Assembly Election 2021, Rift within TMC over Siliguri candidate Om Prakash Mishra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X