For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুত্বে কম যান না রাজীবও! শুরুতেই স্পষ্ট 'বার্তা' দিয়ে বুঝিয়ে দিলেন অমিত শাহ

Google Oneindia Bengali News

অমিত শাহের হাত থেকে পদ্মফুল-পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টিতে নাম লিখিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ তার পর তৃণমূল কংগ্রেসের আরও এক হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়েরও অমিত শাহের হাত থেকেই পতাকা গেরুয়া শিবিরে নাম লেখানোর কথা ছিল৷ সেই মঞ্চও প্রস্তুত হয়ে গিয়েছিল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে৷ কিন্তু বিশেষ পরিস্থিতিতে সেই সমাবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আচমকাই বাতিল হয়ে যায় অমিত শাহের সফর

আচমকাই বাতিল হয়ে যায় অমিত শাহের সফর

শুক্রবার রাতে আচমকাই বাতিল হয়ে যায় অমিত শাহের সফর৷ দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে সফর বাতিল হয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ তাই তড়িঘড়ি দিল্লি ছোটেন সদ্য তৃণমূল ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গেই দিল্লি যাচ্ছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া৷ উত্তরপাড়ায় তৃণমূলের 'বেসুরো' বিধায়ক প্রবীর ঘোষাল ও হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী৷ অভিনেতা রুদ্রনীল ঘোষও রয়েছেন তাঁদের সঙ্গে৷

রাজীব-বৈশালী-সহ অন্যরা সরাসরি চলে যাবেন হাওড়ার ডুমুরজলায়

রাজীব-বৈশালী-সহ অন্যরা সরাসরি চলে যাবেন হাওড়ার ডুমুরজলায়

যদিও রবিবার হাওড়ার ডুমুরজলায় বিজেপির তরফে যে যোগদান মেলার আয়োজন করা হয়েছিল, তা বাতিল হচ্ছে না৷ বরং সেখানে থাকছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেত্রী স্মৃতি ইরানি৷ রবিবার সকালে কলকাতায় ফিরে রাজীব-বৈশালী-সহ অন্যরা সরাসরি চলে যাবেন হাওড়ার ডুমুরজলায়৷ সেখানে তাঁরা বিজেপির যোগদান মেলায় অংশগ্রহণ করবেন৷ সেখানেই তৃণমূল কংগ্রেস ও অন্য দল ছেড়ে আরও অনেকে বিজেপিতে আসবেন৷

কেন এত তাড়াহুড়ো?

কেন এত তাড়াহুড়ো?

আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে কেন এত তাড়াহুড়ো? কারণ, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে দিয়েছেন৷ বৈশালী ডালমিয়াকে তৃণমূল বহিষ্কার করেছে৷ প্রবীর ঘোষালকে তৃণমূলের তরফে শোকজ করা হয়েছে৷ ফলে এটা পরিষ্কার যে তাঁদের আপাতত তৃণমূলে ফেরার রাস্তা বন্ধ৷ তাহলে কেন ডুমুরজলায় যোগদান করলেন না? সেখানে যোগদান করলে তো নিজেদের শক্তি অনেকটাই প্রদর্শন করা যেত৷

গুরুত্বে কম যান না রাজীবও

গুরুত্বে কম যান না রাজীবও

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন অমিত শাহের হাত ধরে৷ তাই রাজীব বন্দ্যোপাধ্যায়রা অন্য কোনও নেতার হাত থেকে পতাকা নিলে, তার গুরুত্ব অনেকটাই কমে যেত৷ তাই একেবারে সর্বোচ্চ নেতৃত্বের হাত ধরে দলে যোগদান করতে চাইছেন তাঁরা৷ সেই কারণেই দিল্লি যাত্রা৷ আবার কেউ বলছেন, অমিত শাহর সভায় যোগদান করায় শুভেন্দু বিজেপিতে যথেষ্ট গুরুত্ব পাচ্ছেন। রাজীবরাও সেটাই চান। তাই, অমিত শাহর সফর বাতিল হলেও দিল্লি গিয়েই তাঁর উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখাতে চান রাজীবরা।

English summary
West Bengal Assembly Election 2021 : Rajib Banerjee's importance in BJP established by Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X