For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ডুমুরজলার সভায় প্রধান বক্তা রাজীব! 'থাকবেন' অমিত শাহও

শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) পরে এবার বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও (rajib banerjee) গুরুত্ব। তিনি বিজেপিতে যোগ দেওয়ার আগেই জানানো হয়েছে, হাওড়ার ডুমুরজলার সভায় তিনি প্রধানবক্ত হিসেবে উপস্থিত থাকবেন। এছাড

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) পরে এবার বিজেপিতে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও (rajib banerjee) গুরুত্ব। তিনি বিজেপিতে যোগ দেওয়ার আগেই জানানো হয়েছে, হাওড়ার (howrah) ডুমুরজলার (dumurjala) সভায় তিনি প্রধানবক্ত হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে স্মৃতি ইরানি সেই সভায় উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

শনিবারই বিজেপিতে যোগ রুদ্রনীলের! রাজীবের সঙ্গে একই বিমানে দিল্লি যাত্রাশনিবারই বিজেপিতে যোগ রুদ্রনীলের! রাজীবের সঙ্গে একই বিমানে দিল্লি যাত্রা

 দিল্লিতে রাজীব বন্দ্যোপাধ্যায়

দিল্লিতে রাজীব বন্দ্যোপাধ্যায়

শুক্রবার বিকেলে দিল্লিতে বিস্ফোরণের জেলে অমিত শাহের বঙ্গ সফরের কর্মসূচি বাতিল হয়ে যায়। তবে রাতেই তিনি ফোন করেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় তিনি রাজীব বন্দ্যোপাধ্যাকে শনিবার বিকেলে দিল্লিতে যাওয়ার আমন্ত্রণ জানান। এদিন এক সাক্ষাৎকারে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আমন্ত্রণের সময় তিনি জানান, সঙ্গে অন্যরাও যাবেন। অমিত শাহ সঙ্গে সঙ্গে তার অনুমতি দেন। একইসঙ্গে জানান, তাঁদের নিয়ে যেতে চাটার্ড ফ্লাইট পাঠানো হবে। সেই মতো এদিন বিকেল ৪.১০-এ চাটার্ড ফ্লাইটে দিল্লি যাত্রা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিমানে তাঁর সঙ্গে দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রাণাঘাট উত্তর পশ্চিনের বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়। এছাড়াও ওই বিমানে দিল্লি গিয়েছেন, মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়।

দিল্লিতে গিয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত

দিল্লিতে গিয়েই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত

এদিন বিমানবন্দরে রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলার পরেই বিজেপিরে যোগদানের সিদ্ধান্ত নেবেন। তার আগে তিনি (রাজীব) রাজ্যের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবেন অমিত শাহের কাছ থেকে। এরপরেই তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

ডুমুরজলায় প্রধান বক্তা রাজীব

ডুমুরজলায় প্রধান বক্তা রাজীব

২০১৭-র শেষের দিকে মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপরে ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে অর্জুন সিং, নিশীথ প্রামাণিকের মতো নেতা বিজেপিতে যোগ দেন এবং বিজেপির টিকিটে জয়লাভ করেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন সাম্প্রতিক সময়ে বিজেপি তৃণমূলকে বড় ধাক্কা দিয়েছে ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে যোগদান করানোর পরে। আর তারপরের ধাক্কা হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো ইমেজের নেতাকে যোগদান করিয়ে। সেটা বুঝিয়ে দিতেই ডুমুরজলায় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে স্মৃতি ইরানিকে পাঠানো হলেন, প্রধান বক্তা হিসেবে রাখা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

থাকবেন অমিত শাহও

থাকবেন অমিত শাহও

দিল্লিতে বিস্ফোরণের জেরে অমিত শাহ রাজ্য সফর বাতিল করেছেন। এবার তিনি আসলে, তাঁর উপস্থিতিতেই এযাবতকালের মধ্যে মেগা যোগদান মেলাটি হত রবিবার দুপুরে। তবে সেই যোগদান পর্বটি দিল্লিতে করার পর এদিন রাতে সবাই কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে অমিত শাহ ডুমুরজলায় সশরীরে উপস্থিতি না থেকেও প্রযুক্তির মাধ্যমে সভায় উপস্থিতি থাকবেন। অমিত শাহ সেখানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

English summary
Rajib Banerjee is the main speaker of BJP's Dumurjala meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X