For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতে মমতার ছবি নিয়ে ইস্তফা, ধরা গলায় রাজীব বললেন 'মমতা আমার মায়ের মতো', জল্পনা চড়িয়ে দিলেন বড় বার্তা

হাতে মমতার ছবি নিয়ে ইস্তফা, ধরা গলায় রাজীব বললেন 'মমতা আমার মায়ের মতো', জল্পনা চড়িয়ে দিলেন বড় বার্তা

  • |
Google Oneindia Bengali News

মন্ত্রিত্ব থেকে যেদিন তিনি পদত্যাগ করেছিলেন সেদিনও মমতার প্রতি বক্তব্য রেখেছেন। সেদিনও তাঁর আবেগ বেরিয়ে এসেছে পরতে পরতে। আর এদিন বিধানসভা থেকে বিধায়ক হিসাবে পদত্যাগ করে রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন , 'মমতা আমার মায়ের মতো'। ততক্ষণে তাঁর হাতে তৃণমূল সুপ্রিমোর ছবি। গলায় আবেগ।

'এখনও দলের সদস্য', অমিতের একুশের আগে রাজীব বার্তা

'এখনও দলের সদস্য', অমিতের একুশের আগে রাজীব বার্তা

এদিন বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের ৩১ জানুয়ারির সভার আগে থেকেই তাঁকে জল্পনা চড়েছে রাজ্য জুড়ে। এদিকে, এর আগে তৃণমূলের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পর , রাজ্যবিধানসভার অধিবেশনেও রাজীবকে দেখা যায়নি। ফলে জল্পনার পারদ চড়েছিলই। এমন এক পরিস্থিতিতে রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তিনি এখনও দলের সদস্য।

 'মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের মতো'

'মমতা বন্দ্যোপাধ্যায় আমার মায়ের মতো'

রাজীবের হাতে এদিন মমতার ছবি উঠতেই সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেন। রাজীব সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তিনি আজও মাথার কাছে রেখেছেন, এখনও এই ছবি নিয়েই তিনি এগিয়ে যাবেন। তিনি সাফ জানান, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরঋণী। কারণ মমতাই তাঁকে বিধায়ক হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন।

 দলনেত্রীকে কৃতজ্ঞতা

দলনেত্রীকে কৃতজ্ঞতা

এদিনও রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তার সঙ্গেই বাংলার মানু, ও ডোমজুড়বাসীর প্রতি জানান ধন্যহাদ বার্তা। প্রসঙ্গত, কয়েকদিন আগেই রাজীব বলেছেন যে, তিনি ডোমজুড় কেন্দ্র থেকেই ভোটে লড়বেন। এরপর রাজীবের আজকের পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ।

 অমিত শাহের সভায় যোগ দেওয়া প্রসঙ্গ

অমিত শাহের সভায় যোগ দেওয়া প্রসঙ্গ

রাজীব বন্দ্যোপধ্যায় এদিন সাফ জানান যে, তিনি এখনও কোনও দলে যোগ দেওয়া নিয়ে কিছুই সিদ্ধান্ত নেননি। তবে কালকের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বার্তা দেন রাজীব। আর সিদ্ধান্ত নিলেই তিনি তা সোশ্যাল মিডিয়ায় তাঁর পেজে প্রকাশিত করতে পারেন বলে ইঙ্গিত দেন।

English summary
West Bengal Assembly Election 2021, Rajib Banerjee comes with Mamata's picture after his resignation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X