For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গবিজেপিতে কি প্রসেনজিৎ যোগ দিচ্ছেন? লাখ টাকার প্রশ্নের উত্তর দিলেন খোদ বাংলার মেগাস্টার

বঙ্গবিজেপিতে কি প্রসেনজিৎ যোগ দিচ্ছেন? লাখ টাকার প্রশ্নের উত্তর দিলেন খোদ বাংলার মেগাস্টার

  • |
Google Oneindia Bengali News

মুম্বইতে মিঠুন চক্রবর্তীর বাড়িতে আরএসএস প্রধান মোহন ভাগবতের প্রবেশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কলকাতায় বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। দুইয়ে দুইয়ে চার করার অঙ্কে মুহূর্তে ব্যাস্ত হয়ে যায় বাংলার একাধিক মহল! শুরু হয়ে যায় তীব্র জল্পনা। এবার এই সমস্ত প্রসঙ্গ নিয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম 'আনন্দবাজার পত্রিকা'র এক কলমে নিজের অবস্থান রাজনীতি নিয়ে স্পষ্ট করে দিলেন প্রসেনজিৎ।

'জবাবদিহি 'নয়

'জবাবদিহি 'নয়

ওই সংবাদমাধ্যমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাফ লিখেছেন, 'দয়া করে এর মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে টানবেন না।' এর আগে তিনি তাঁর লেখায় প্রসঙ্গ তোলেন , বিভিন্ন তারকাদের ভোটের আগে নতুন দললে যোগ দেওয়ার। সেই সূত্র ধরেই সাফ বার্তা মেগাস্টারের। তাঁর লেখায় মিডিয়াকে উল্লেখ করে উঠে এসেছে, ' তারা কি জানে না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি কোনও বড় সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা বুক ফুলিয়ে সামনে ঘোষণা করবে?'

অভিনেতা হিসাবে কেন্দ্র ও রাজ্যের কাছে কোন অনুরোধ?

অভিনেতা হিসাবে কেন্দ্র ও রাজ্যের কাছে কোন অনুরোধ?

প্রসেনজিৎ তাঁর লেখায় রেখেছেন, যে কন্দ্র ও রাজ্য দুই তরফের কাছে তাঁর অনুরোধ যে 'সিনেমাকে বাঁচাও'। তিনি লেখেন এটা কোনও একপক্ষের কাজ নয়। এই নিয়ে প্রসেনজিৎ আরও জোরালোভাবে দুইপক্ষকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন।

 বিজেপি নেতা অনির্বাণ প্রসঙ্গ

বিজেপি নেতা অনির্বাণ প্রসঙ্গ

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের লেখায় জানান, 'আমার কাছে কেউ যে কোনও সময় আসতে পারেন। মঙ্গলবার যেমন অনির্বাণ এসেছিলেন। দারুণ মানুষ। আমার তো ওঁকে খুব ভালো লেগেছে। ' এরপরই প্রসেনজিৎ লেখেন, তিনি অনির্বাণের কাছ থেকে বই উপহার পান। আর অনির্বাণ গঙ্গোপাধ্যায় তাঁর কাছ থেকে কিছুই চাইতে আসেননি। প্রসেনজিৎ লিখছেন, 'সকলেই চাওয়া পাওয়ার জন্য আসেন না।'

'মমতা বন্দ্যোপাধ্যায়ও আমার বাড়ি এসেছিলেন'

'মমতা বন্দ্যোপাধ্যায়ও আমার বাড়ি এসেছিলেন'

প্রসেনজিৎ লিখছেন, এককালে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর বাড়ি গিয়েছিলেন। মেগাস্টারের প্রশ্ন,তাঁর বাড়িতে কোনও রাজনৈতিক ব্যাক্তিত্ব এলেই কি সেই দলে তাঁকে যোগ দিতে হবে? প্রসেনজিৎ লিখছেন, 'একটু ভাবুন । একটু বুঝুন। এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো। দেখা হলেই কথা হয়। তার জন্য তো আমায় তৃণমূলে যোগ দিতে হয়নি। '

টুইটে যা লিখলেন প্রসেনজিৎ

টুইটে যা লিখলেন প্রসেনজিৎ

এদিকে নিজের টুইটেও প্রসেনজিৎ জানিয়েছেন, যে তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না।তিনি লেখেন বাড়িতে অতিথি এলে তাঁর আপ্যায়ন বাঙালির সংস্কৃতি। এর আগেও তিনি বাড়িতে বিভিন্ন পেশা ও ইন্ডাস্ট্রির মানুষের হোস্ট হয়েছেন। প্রত্যেকের প্রতি তাঁর সম্মান ও ভালোবাসা রয়েছে বলে জানান প্রসেনজিৎ। তিনি টুইটারে সাফ লেখেন কোনও রাজনৈচিক দলের প্রতি তিনি ঝুঁকছেনও না বা তাঁর কোনও অ্যাজেন্ডাও নেই।

তৃণমূলের আরও এক বিধায়ক অব্যাহতি চাইলেন মমতার কাছে, জল্পনা বেড়েই চলেছেতৃণমূলের আরও এক বিধায়ক অব্যাহতি চাইলেন মমতার কাছে, জল্পনা বেড়েই চলেছে

English summary
West Bengal Assembly Election 2021, Prasenjit Chatterjee not to join politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X