For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আট দফা ভোটগ্রহণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা

  • |
Google Oneindia Bengali News

২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৮ দফা ভোটগ্রহণ পর্ব নিয়ে এবার সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হল। সেখানে জনৈক এম এল শর্মা নামের এক ব্যক্তি বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের আর্জি জানিয়েছেন।

 কোন মর্মে মামলা?

কোন মর্মে মামলা?

আইনজীবী এম এল শর্মা শীর্ষ আদালতের থেকে একটি নির্দেশ চেয়েছেন যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে । তাঁর দাবি, ভোট যদি রাজ্যে ৮ দফায় হয় , তাহলে আর্টিক্যাল ১৪ , ও আটিক্যাল ২১ লঙ্ঘিত হচ্ছে। এতগুলি দফায় ভোট গ্রহণ হলে, তা কোনদিকে যাবে, তা নিয়েও রয়েছে প্রশ্ন।

 বাংলায় ভোট গ্রহণ ৮ দফায়

বাংলায় ভোট গ্রহণ ৮ দফায়

বাংলায় ২০২১ সালে বিধানসভা ভোটে ৮ দফায় নির্বাচন রয়েছে। ২৯৪ আসনের বাংলার ভোটে মার্চের ২৭ তারিখ থেকে ভোটগ্রহণ শুরু হবে। ২৯ মার্চ শেষ হবে ভোটগ্রহণ পর্ব। ২ রা মে রয়েছে ভোটের ফলাফল। বাংলার সঙ্গে একাধিক রাজ্যে হবে ভোট গ্রহণ।

 বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলি দফা?

বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কতগুলি দফা?

প্রসঙ্গত বাংলায় যেখানে ৮ দফা ভোট রয়েছে, সেখানে অসমে ১২৬ আসনের বিধানসভায় ৩ দফায় ভোট। তামিলনাড়ুতে ২৩৪ আসনের নির্বাচনে ১ দফায় ভোট হবে ৬ এপ্রিল। পুদুচেরিতে ৩০ আসনে ১ দফা ভোট ও কেরলে ১৪০ আসনে ১ দফা ভোট হচ্ছে।

মমতার বার্তা

মমতার বার্তা

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রশ্ন তোলেন যে বাংলায় কেন এত দফা ভোট গ্রহণ হবে? তাঁর প্রশ্ন ছিল 'কাকে সুবিধা পাইয়ে দিতে এত দফা ভোটগ্রহণ হচ্ছে বাংলায়?'

English summary
West Bengal Assembly election 2021, Plea in SC challenges EC's decision to hold state poll in Eight phases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X