For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যশের মুখে 'শাহে'র নাম হলেও নুসরত পরপর খোঁচায় বিদ্ধ করছেন বিজেপিকে, সাংসদের 'ব্যাক টু ব্যাক' টুইট খবরে

  • |
Google Oneindia Bengali News

যশ যেদিন বিজেপিতে যোগ দিয়েছেন সেদিনও চেনা মেজাজে নুসরতের আক্রমণের নিশানায় ছিলেন বঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষ। আর তার পরেও একই ভাবে বিজেপিকে পর পর টুইটে আক্রমণ শানাচ্ছেন নুসরত। গতকাল যোগী আদিত্যনাথ মালদার গাজোলে হিন্দুত্বের পিচে ব্যাট ধরতেই, তৃণমূলের নুসরত পর পর তোপে আক্রমণ করেছেন যোগীকে।

বাংলা নয় উত্তরপ্রদেশে 'মনযোগ' দেওয়ার বার্তা

বাংলা নয় উত্তরপ্রদেশে 'মনযোগ' দেওয়ার বার্তা

নুসরত এদিন একটি টুইটে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দেগে একটি টুইটে বুলন্দশহরের ঘটনার কথা বলেন। সেখানে এক ধর্ষণকাণ্ডের তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্যকে তুলে ধরে নুসরতের বার্তা, 'ভয়ঙ্কর ঘটনাগুলি বিজেপি শাসিত রাজ্যগুলির কথা বলে। ভাবছি, মিস্টার যোগী আদিত্যনাথ এবিষয়ে কী বলবেন! আপনার ব্য়ার্থতা সবার জানা ,তাই দয়া করে ফোকাস করুন যেখানে দরকার, বাংলা নিয়ে মিথ্যাচার বাদ দিন। '

যোগীকে চূড়ান্ত খোঁচা!

যোগীকে চূড়ান্ত খোঁচা!

এদিকে ,উত্তরপ্রদেশে মহিলাদের ওপর অত্যাচারের ঘটনা নিয়ে নুসরত জাহানের বক্তব্য উঠে আসে যোগীর মালদার সভার পর। সেখানেও নুসরত উত্তরপ্রদেশে বিপদগ্রস্ত পরিবারের দিকে যোগীকে মন দিতে বলেন। প্রশ্ন তোলেন উত্তরপ্রদেশের পরিস্থিতির থেকেও কি বেশি 'গুরুত্বপূর্ণ বাংলার ভোট' ?

যশের বার্তা বিজেপি নিয়ে

যশের বার্তা বিজেপি নিয়ে

এদিক, বিজেপিতে যোগ দিয়েই যশ জানিয়েছেন অমিত শাহ তাঁকে নিজের মতো করে স্বাধীনভাবে নির্ভয়ে কাজ করার জন্য 'ফ্রি হ্যান্ড ' দিয়েছেন। প্রসঙ্গত, সদ্যই অমিত শাহের সঙ্গে দেখা করেন যশ। এছাড়াও মমতাকে সম্মান জানিয়ে যশ বলেছেন, সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমে পরিবর্তন আনার পক্ষপাতী তিনি। তবে তৃণমূলের মুখপাত্র সাংসদ নুসরত বিজেপির বিরুদ্ধে যতটা সরব , সদ্য বিজেপিতে আসা যশকে তৃণমূল বিরোধিতায় তেমনভাবে এখনও দেখা যায়নি।

 সায়নীর খোঁচা

সায়নীর খোঁচা

এদিকে, সদ্য তৃণমূলে যোগ দেওয়া সায়নী ঘোষও এদিন যোগী আদিত্যনাথকে টার্গেটে রেখে টুইটে বলেন, 'যার নিজের ঘর কাঁচের ,তাঁর অন্যের ঘরে ঢিল ছোঁড়া উচিত নয়। ' তাঁর টুইটেও উঠে আসে উত্তরপ্রদেশের অপরাধ প্রসঙ্গ।

English summary
West Bengal Assembly election 2021, Nusrat And Sayani started Targeting Yogi Adityanath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X