For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাম-ব্রিগেডের পরই বাংলায় মোদীর জনসভা-চমক! কী রয়েছে বিজেপির কর্মসূচির ঝুলিতে

  • |
Google Oneindia Bengali News

২৮ এ ফেব্রুয়ারি বাংলার বুকে বামেদের ব্রিগেড সমাবেশ। কংগ্রেসের সঙ্গে জোটের পর এই রাজকীয় জনসভা ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব বাংলার বুকে। এদিকে, বিজেপি ও তৃণমূল এর বহু আগে থেকেই নিজেদের প্রচার কাজে একের পর এক চমক দিয়ে যাচ্চে। বিজেপি রথযাত্রা র হাত ধরে প্রচারে নজর টানার চেষ্টায় মশগুল। এরই মাঝে শাহদের শিবির থেকে আসতে চলেছে আরও বড় এক চমক।

নজরে শিল্প শহর!

নজরে শিল্প শহর!

প্রসঙ্গত, বাংলায় শিল্প নিয়ে ইতিমধ্যেই বেশ সুর চড়া করে নিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলায় শিল্পের আঙিনায় নানন খামতির অভিযোগ তুলে সরব রাজীব থেকে শুভেন্দুরা। অরই মাঝে শিল্পনগরী হলদিয়ায় মোদী সভা করে গিয়েছেন। এরপর হুগলি সংলগ্ন শিল্পাঞ্চলকে টার্গেট করে নরেন্দ্র মোদী চুঁচুড়ায় সভা করতে চলেছেন।

মার্চে মোদীদের চমক!

মার্চে মোদীদের চমক!

প্রসঙ্গত, বাম ব্রিগেড শেষ হওয়ার পর বিজেপির তরফে আসতে চলেছে ব্রিগেড সমাবেশ। বাংলার বুকে নির্বাচনের আগে ঝড় তুলতে দোল উৎসবের আগেই ব্রিগেডে সমাবেশ করবে বিজেপি। আর মোদীর হাত ধরে সেই সভায় চমক দিতে চাইছে গেরুয়া শিবির বলে খবর। বামেদের ব্রিগেডের ৬ দিন বাদেই এই সমাবেশ হবে বলে খবর।

৭ মার্চ ব্রিগেডে মোদী!

৭ মার্চ ব্রিগেডে মোদী!

প্রসঙ্গত, আগামী ৭ মার্চ সম্ভবত ব্রিগেডের সমাবেশে নরেন্দ্র মোদীকে দেখা যাবে ।এমনই তথ্য উঠতে শুরু করেছে বিজেপি সূত্রে। তবে এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। এদিকে, খবর সোমবার হুগলিতে বসে নোয়াপাড়া মেট্রোর উদ্বোধন করতে পারেন মোদী। এই সরকারি কর্মসূচির মাঝেই দলীয় কর্মসূচি প্রধানমন্ত্রী ঝালিয়ে নিতে পারেন বলে খবর রয়েছে। তবে তার নিশ্চয়তা এখনও কোনও শিবির থেকে আসেনি।

পরিবর্তন যাত্রার সমাপ্তিতে মোদী!

পরিবর্তন যাত্রার সমাপ্তিতে মোদী!

এখনও পর্যন্ত যা খবর, তাতে বিজেপির পরিবর্তন যাত্রার সমাপ্তি অনুষ্ঠানের জন্যই ব্রিগেডে বিজেপি সমাবেশ করতে চাইছে। সেই সূত্র ধরেই শোনা যাচ্ছে ও যাত্রার সমাপ্তি অনুষ্ঠানে মোদীকে উপস্থিত রেখে বাংলার বুকে ব্রিগেড ডাকতে চলেছে বিজেপি।

English summary
West Bengal Assembly Election 2021, Narendra Modi to hold Brigade meeting in March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X