For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের দিন ঘোষণার অপেক্ষা, রাজ্যে ১৫টি করে সভা হবে মোদী-শােহর, বাংলা জয়ে প্রচারে ঝাঁপাবে বিজেপি

ভোটের দিন ঘোষণার অপেক্ষা, রাজ্যে ১৫টি করে সভা হবে মোদী-শােহর, বাংলা জয়ে প্রচারে ঝাঁপাবে বিজেপি

Google Oneindia Bengali News

ভোটের দিন ঘোষণার প্রস্তুতি শুরু করে ফেলেছে নির্বাচন কমিশন। প্রস্ত্ুতি নিেত শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলিও।সূত্রের খবর ভোটের দিন ঘোষণা হলে রাজ্যে মোদী-শাহের আনাগোনা আরও বাড়বে। রাজ্যে প্রায় ১৫টি সভা করবেন তাঁরা। এমনিতে মাসে ২ বার করে আসছিলেন অমিত শাহ নাড্ডারা। মোদী ২ বার আসতে না পারলেও একবার করে তো রাজ্যে আসছিলেনই। এবার সেই সংখ্যা আরও বাড়বে বলে বিজেপি সূত্রে খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি।

বাংলায় ১৫টি সভা মোদী-শাহের

বাংলায় ১৫টি সভা মোদী-শাহের

ভোটের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা মাত্র। পরিকল্পনা সাজিয়ে রেখেছে বঙ্গ বিজেপি। মোদী-শাহের জোড়া ফলা নিয়ে বঙ্গের রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়বে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর ভোটের দিন ঘোষণা হলেই রাজ্যে ১৫টি সভা করবেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গ দুদিকেই সমান নজর থাকবে তাঁদের। কোথায় কোথায় তাঁরা সভা করবেন তাঁর তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

 মার্চ থেকেই প্রচারে জোর

মার্চ থেকেই প্রচারে জোর

ভোটের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা মাত্র। পরিকল্পনা সাজিয়ে রেখেছে বঙ্গ বিজেপি। মোদী-শাহের জোড়া ফলা নিয়ে বঙ্গের রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়বে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর ভোটের দিন ঘোষণা হলেই রাজ্যে ১৫টি সভা করবেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গ দুদিকেই সমান নজর থাকবে তাঁদের। কোথায় কোথায় তাঁরা সভা করবেন তাঁর তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

একাধিক বিজেপি নেতা প্রচারে

একাধিক বিজেপি নেতা প্রচারে

শুধু মোদী-শাহ নয় বাংলা জয়ের লক্ষ্যে বিজেপির সব প্রথম সারির নেতারা প্রচারে আসবেন বাংলায়।যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং,স্মৃতি ইরানী সহ একাধিক বিজেপির শীর্ষ নেতা জেলায় জেলায় ঘুরে জনসভা করবেন। তারসঙ্গে চলবে কর্মিসভাও। করেকটি জেলায় প্রচারে বেশি জোর দিচ্ছে বিজেপি। তারমধ্যে রয়েছে মালদহ, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা। বিজেপির কোর কমিটির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অমিত শাহ রাজ্য সফরে এসেও বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেছেন। সেখানেও এই নিয়ে আলোচনা হয়েছে।

বুথে বুথে নজর

বুথে বুথে নজর

বুথ ভিত্তিক প্রচার শুরু করেছে বিজেপি। রাজ্য নেতাদেরও নীচুতলার কর্মীদের প্রচারের কাজে বেিশ করে ব্যবহার করার কথা বলেছেন অমিত শাহ। যে বুথ গুলিতে বিজেপির ভোট কম সেগুলিতে বেশি করে নজর দিতে বলা হয়েছে। কৃষক, দলিত, থেকে সংখ্যা লঘু সব দিকে নজর দিয়েই এগোতে হবে নেতাদের এমনই বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

English summary
West Bengal assembly election 2021: Narendra Modi and Amit Shah will start 15 rally in Bengal after election date announce
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X