For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রচারেই মমতাকে মাত দেওয়ার ছক, বাংলার পিচে ম্যাচ জিততে তারকাখচিত 'দল' ঘোষণা বিজেপির!

Google Oneindia Bengali News

এদিকে ২০২১-এর বিধানসভা নির্বাচণে বড় চমক দিতে চলেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, ১২ মার্চ নন্দীগ্রামে প্রচারে যেতে পারেন মহাগুরু মিঠুন চক্রবর্তী৷ এছাড়া রাজ্য জুড়ে বিভিন্ন প্রার্থীর হয়ে কোন বিজেপি নেতারা প্রচারে নামবেন, তার তালিকা প্রকাশ করল বিজেপি। সেই তালিকায় প্রথমেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। উল্লেখ্য আগামী ১২ এবং ২০ মার্চ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী।

একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আসবেন বাংলায়

একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আসবেন বাংলায়

বিজেপির প্রকাশিত তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, পশ্চিমবঙ্গে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

তালিকায় শুভেন্দু-রাজীবরা

তালিকায় শুভেন্দু-রাজীবরা

তাছাড়াও তালিকায় রয়েছেন মুকুল রায়, শিব প্রকাশ, দিলীপ ঘোষ, যোগী আদিত্যনাথ, শিবরাজ সিং চৌহান, ফগন সিং কুলাসতে, মনসুখভাই মাণ্ডভিয়া, জুয়াল ওরাম, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ মেনন, অমিত মালব্য, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, নরোত্তম মিশ্র, বাবলাল মারান্ডি, রঘুবর দাস।

প্রচারে 'মহাগুরু'

প্রচারে 'মহাগুরু'

তালিকায় নাম রয়েছে শাহনাওয়াজ হুসেন, মনোজ তিওয়ারি, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রাজু বন্দ্যোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় সিং মাহাত, ডঃ সুভাষ সরকার, সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী, কুমার হেমব্রম, অভিনেতা যশ দাশগুপ্ত, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অভিনেত্রী পায়েল সরকার, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

১২ মার্চ নন্দীগ্রামে প্রচারে নামবেন মহাগুরু

১২ মার্চ নন্দীগ্রামে প্রচারে নামবেন মহাগুরু

এদিকে সূত্রের খবর, গত রবিবারের ব্রিগেড জনসভা শেষে গ্রিন রুমে মিঠুন চক্রবর্তীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিভৃত বৈঠক করেছিলেন। সেখানে প্রধানমন্ত্রী নিজেই রাজ্যে বিজেপির হয়ে প্রচারে নামতে অনুরোধ করেছিলেন মিঠুনকে। এরপর কৈলাস বিজয়বর্গীর ও দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেন মিঠুন। তবে মঙ্গলবারই চূড়ান্ত হয় ১২ মার্চ নন্দীগ্রামে প্রচারে নামবেন মহাগুরু।

গেরুয়া শিবিরের বড়সড় রাজনৈতিক কৌশল

গেরুয়া শিবিরের বড়সড় রাজনৈতিক কৌশল

স্বভাবতই মিঠুন চক্রবর্তীকে দিয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে প্রচার করা গেরুয়া শিবিরের বড়সড় রাজনৈতিক কৌশল। কারণ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এক সময় তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেছিলেন মিঠুন। এবার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে প্রচার নামতে চলেছেন সেই তিনি৷

কী বললেন দিলীপ ঘোষ?

কী বললেন দিলীপ ঘোষ?

এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'মিঠুনদা বাংলার গর্ব। ওঁর মতো মানুষ বাংলায় বিজেপির প্রচারে ঝড় তুলবেন। তবে নন্দীগ্রামে কেন? উনি ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রচার করবেন।'

English summary
West Bengal Assembly Election 2021: Names of BJP leaders to campaign for BJP candidates during polls
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X