For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে ঠান্ডা মাথায় জবাব মুকুলের, 'কয়লা চোর' মন্তব্য ইস্যুতে তুঙ্গে পারদ

  • |
Google Oneindia Bengali News

একের পর এক সভা থেকে শুভেন্দু অধিকারী পারদ চড়িয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কয়লা থেকে বালি একাধিক বিষয়ে 'চুরি' নিয়ে নাম না করে বিজেপির তরফে শুভেন্দু আঙুল তুলেছেন অভিষেকের দিকে। এদিকে, এবার সেই আসরে মুকুল রায়। হুগলিতে মমতার জনসভায় তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের প্রেক্ষিতে মুকুল রায় দিলেন ধারালো জবাব।

'বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছে '

'বাচ্চা মেয়েকে কয়লা চোর বলছে '

এর আগে , হুগলির সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' একটা বাচ্চা মেয়ে বাইশ তেইশ বয়স, ঘরের বউ, তাঁকে কয়লা চোর বলছেন?'
এই বক্তব্য রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কয়লা চোরদের হোটেলেই বিজেপি নেতারা থাকছেন।

এর আগে শুভেন্দুর খোঁচা

এর আগে শুভেন্দুর খোঁচা

এর আগে অভিষেক পত্নীকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচার সুরে শুভেন্দু অধিকারী বলেছিলেন,' ১০০ কোটি টাকার প্রাসাদ বানিয়েএছে ভাইপো।সিবিআই না গেলে এতবড় প্রাসাদ কেউ দেখতে পেত না। আজ মাননীয়া বলতে গিয়েছিলেন বৌমা আমার কীর্তিমান ভাইপোর নামটা বলবে না।'

কয়লা কাণ্ড ও মমতা বনাম বিজেপি

কয়লা কাণ্ড ও মমতা বনাম বিজেপি

প্রসঙ্গত, কয়লা কাণ্ড নিয়ে শুভেন্দপর একের পর এক খোঁচায় মুখে পড়েছে তৃণমূল। শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে যেভাবে আক্রমণ শানিয়েছেন, একই ভাবে লালার ডায়রি নিয়ে মুখ খুলেও তিনি ঝড় তোলেন প্রচারে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন,'মা বোনেদের আজকে কয়লা চোর বলছেন! '

 ঠান্ডা মাথায় মমতাকে জবাব মুকুলের

ঠান্ডা মাথায় মমতাকে জবাব মুকুলের

কয়লা চোর ইস্যুতে বিভিন্ন তোপ পাল্টা তোপের পর এবার ময় দানে মুকুল রায় নেমেই মমতাকে একহাত নেন। গতকাল মুকুল রায় স্বভাবসিদ্ধ মেজাজে ঠান্ডা মাথায় বলেন, 'মেয়েও যদি চোর হয় সে চোর। পুরুষ যদি চোর হয়, তাহলে সে চোর। এর আলাদা করে কিছু হয়না। এখানে চুরির একটাই ডেফিনেশন। যে চোর , সে চোর। তার আর আলাদা করে মেয়ে , ছেলে বলে হয়না। '

English summary
West Bengal Assembly Election 2021, Mukul Roy answers Mamata's jibe on Coal issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X