For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের সফরে ১৯-এর রিপিট টেলিকাস্ট! মুকুল, শুভেন্দুর ইঙ্গিতে জল্পনা তুঙ্গে

অমিত শাহের (amit shah) এবারের সফরেও ১৯ ডিসেম্বরের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। এমনটাই ইঙ্গিত করেছেন বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (mukul roy) এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। অমি

  • |
Google Oneindia Bengali News

অমিত শাহের (amit shah) এবারের সফরেও ১৯ ডিসেম্বরের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। এমনটাই ইঙ্গিত করেছেন বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (mukul roy) এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। অমিত শাহের ওই সফরে শুভেন্দু অধিকারী-সহ বিভিন্ন দল থেকে ৮০ জনের বেশি নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন।

বিধানসভায় কৃষকদের 'পাশে থাকা'র ভোটাভুটিতে অনুপস্থিত মমতা! বিরোধীদের তুমুল কটাক্ষবিধানসভায় কৃষকদের 'পাশে থাকা'র ভোটাভুটিতে অনুপস্থিত মমতা! বিরোধীদের তুমুল কটাক্ষ

 শুক্রবার রাতে আসছেন অমিত শাহ

শুক্রবার রাতে আসছেন অমিত শাহ

শুক্রবার রাত ১১ টা নাগাদ কলকাতায় আসছেন আমিত শাহ। শনিবার ও রবিবারে কলকাতা, নদিয়া, হাওড়াও উত্তর ২৪ পরগনায় ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। শনিবার সকালে সিআরপিএফ-এর আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরে শুরু হবে রাজনৈতিক কর্মসূচি। তবে শনিবার তিনি মায়াপুরে যাবেন। সকাল ১০.৫০-এ ইসকন মন্দিরে পুজো দেওয়া পরে, সেখানেই মধ্যাহ্নভোজন সারার কথা রয়েছে। সেখান থেকে সরাসরি তিনি চলে যাবেন বনগাঁর ঠাকুরনগরে। সূচি অনুযায়ী, দুপুর ২.৫০-এ তিনি সেখানকার সভায় যোগ দেবেন।

সিএএ সম্পর্কে বার্তা দিতে পারেন অমিত শাহ

সিএএ সম্পর্কে বার্তা দিতে পারেন অমিত শাহ

২০১৯-এর লোকসভা নির্বাচনে নাগরিকত্ব ইস্যু ছিল বিজেপির প্রচারে। তারপর আইন পাশ হলেও, তা লাগু হয়নি। যা নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। মাঝে ফোঁস করেও আপাতত চুপ রয়েছেন বনগাঁর বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর। এর আগে তিনি বিধানসভা নির্বাচনের আগে সিএএ লাগুর দাবি তুলেছিলেন। ফলে শনিবারের সভায় নাগরিকত্ব ইস্যুতে সরকারের বর্তমান অবস্থান নিয়ে কিছু বলতে পারেন, যা কিনা বিজেপিকে বিধানসভা নির্বাচনে সাহায্য করতে পারে। কেননা রাজ্যের অন্তত ৩০ টি আসনে মতুয়া ফ্যাক্টর কাজ করে। ঠাকুরনগরের এই সভায় বেশ কয়েকজন হেভিওয়েট বিজেপিতে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। এব্যাপারে রানাঘাটের পার্থসারথি চট্টোপাধ্যায়ের নাম আলোচনায় উঠে এসেছে। ঠাকুরনগরের সভা থেকে কলকাতায় ফিরবেন অমিত শাহ।

রবিবার হতে পারে ১৯ ডিসেম্বরের রিপিট টেলিকাস্ট

রবিবার হতে পারে ১৯ ডিসেম্বরের রিপিট টেলিকাস্ট

রবিবার সকাল ১০.৪৫ নাগাদ অমিত শাহ যাবেন ভারত সেবাশ্রম সংঘে। সেখান থেকে তিনি উত্তর কলকাতায় বিদ্যাসাগরের স্মৃতিবিজড়িত বাড়িতে। এর আগে ডিসেম্বরের সফরে অমিত শাহ মেদিনীপুর সফরে ক্ষুদিরাম বসুর বাড়িতে এবং বোলপুর সফরে শান্তিনিকেতনে গিয়েছিলেন। এই কর্মসূচি সেরে দুপুর ১২.৪০ নাগাদ তিনি যাবেন হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপির সভায়। এই সভায় রাজ্যের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিতে পারেন। ডুমুরজলার সভা শেষ করে অমিত শাহের উলুবেড়িয়ায় যাওয়ার কথা রয়েছে। সেখানে এক বাগদি পরিবারে মধ্যাহ্নভোজন সারবেন তিনি। এরপর উলুবেড়িয়ার একটি রোড শো করার কথা রয়েছে তাঁর। সন্ধেয় কলকাতায় ফিরবেন। রাতে দিল্লিতে ফিরে যাওয়ার আগে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি।

মুকুল, শুভেন্দুর ইঙ্গিতে জল্পনা

মুকুল, শুভেন্দুর ইঙ্গিতে জল্পনা

এদিকে অমিত শাহের সফরে বিজেপিতে যোগদান নিয়ে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে। এদিন মুকুল রায় বলেছেন, আগামী ৩০-৩১ তারিখে একাধিক প্রতিষ্ঠিত নেতা বিজেপিতে যোগ দেবেন। কারা যোগ দেবেন, সেব্যাপারে কিছুই বলেননি তিনি। অন্যদিকে শুভেন্দু অধিকারী এদিন হুগলির কর্মসূচিতে গিয়ে বলেছেন, পরীক্ষিত এবং বিশ্বস্ত মুখ বিজেপি পতাকা হাতে নেবেন। তিনিও এব্যাপারে কোনও নাম বলতে রাজি হননি। তবে সেই দিনের দলবদলে একাধিক নাম এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে রয়েছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষালের মতো তৃণমূল বিধায়করা।

English summary
West Bengal Assembly Election 2021: Mukul Roy and Suvendu Adhikari says, several heavyweight will join bjp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X