For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকেই জারি আদর্শ আচরণবিধি, আগামিকালই রাজ্যে আসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

আজ থেকেই জারি আদর্শ আচরণবিধি, আগামিকালই রাজ্যে আসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে

Google Oneindia Bengali News

ভোটের দিন ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে আসছেন কমিশন নির্ধারিত বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। আগামিকাল রাজ্যে আসছেন তিনি। সূত্রের খবর, রাজ্য পুলিশে বড়সর রদবদল করতে পারেন তিনি। কারণ ৫ রাজ্যে ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। কাজেই আজ থেকেই পুলিশ প্রশাসনের রাশ নির্বাচন কমিশনের হাতে। সেক্ষেত্রে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের বড় ভূমিকা থাকবে পুলিশের কাজ নিয়ে তাতে কোনও সন্দেহ নেই। ২০১৯-র লোকসভা ভোটেও দায়িত্বে ছিলেন বিবেক দুবে। রাজ্য সরকারের সঙ্গে খুব একটা সুসম্পর্ক তাঁর নেই। যদিও মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা তাঁকে দরাজ সার্টিফিকেট দিয়েছে।

রাজ্যে জারি আদর্শ আচরণ বিধি

রাজ্যে জারি আদর্শ আচরণ বিধি

৫ রাজ্যে ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি বা মডেল কোড অব কনডাক্ট। আজ থেকে ৪ রাজ্যের পুলিশ প্রশাসন চলবে নির্বাচন কমিশনের নির্দেশে। তাঁদের যাবতীয় কর্মকাণ্ড হবে কমিশনের নির্দেশে। একই সঙ্দে রাজনৈতিক দলগুলির উপরেও নজরদারি চালাবে নির্বাচন কমিশন। সব রাজ্যের জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের জন্য দুই পুলিশ অবজারভার নিয়োগ করা হয়েছে।

রাজ্যে আসছেন বিবেক দুবে

রাজ্যে আসছেন বিবেক দুবে

ভোটের দিন ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে আসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। রবিবারই তিনি রাজ্যে আসছেন বলে সূত্রের খবর। রাজ্যে এসেই তিনি রাজ্য পুলিশে রদবদল করবেন বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের বদলি ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালের লোকসভা ভোটে বিবেক দুবে পর্যবেক্ষক ছিলেন। তাঁকে দরাজ সার্টিফিকেটদিয়ে ফের বিধানসভা ভটে পুলিশ পর্যবেক্ষক করে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

আদর্শ আচরণ বিধি কী

আদর্শ আচরণ বিধি কী

আদর্শ আচরণ বিধি আর কিছুই নয় নির্বাচনী বিধি। ভোট মুখী রাজ্যে ভোটের দিন ঘোষণার পর রাজনৈতিক নেতাদের আচরণের উপর রাশ টানার একটি কড়া কৌশল। তার সঙ্গে পুলিশ প্রশাসনের উপরেও কড়া রাশ টানা হয়। ভোটের দিন ঘোষণার পর থেকে ভোটের ফলাফল প্রকাশের দিন পর্যন্ত রাজ্যগুলিতে জারি থাকে এই আদর্শ আচরণ বিধি। এতে ঠিক করে দেওয়া হয় রাজনৈতিক দল গুলি কি করতে পারবে আর কি করতে পারবে না। ভোটের প্রচার েথকে মনোনয়ন পত্র জমা সব কিছুই পড়ে এই আদর্শ আচরণবিধির আওতায়।

করোনা আবহে বিশেষ নজর

করোনা আবহে বিশেষ নজর

করোনা আবহের কথা মাথায় রেখেই মুখ্যনির্বাচন কমিশনার সুনীল অরোরা গতকালই বেশ কিছু আচরণ বিধি বলে দিয়েছেন। বাড়ি বাড়ি প্রচারে ৫ জনের বেশি থাকতে পারবে না। রোড শো-তে ৫টির বেশি গাড়ি থাকতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। সব বুথ এক তলায় হতে হবে। একই সঙ্গে সব ভোটকর্মীদের করোনা টিকাকরণ করাতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবার করোনার কারণে অনলাইনে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। সিকিউরিটি মানিও অনলাইনে জমা দিতে পারবেন সকলে।

English summary
West Bengal Assembly Election 2021: Model Cod of Conduct issued 5 states from today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X