For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিঠুন চক্রবর্তী পাচ্ছেন 'ওয়াই প্লাস' ক্যাটেগরি নিরাপত্তা , বিজেপি যোগের পরই কীরকম সুরক্ষাবলয় পাচ্ছেন অভিনেতা

  • |
Google Oneindia Bengali News

গত ৭ মার্চ বিজেপিতে যোগদান করেছেন মিঠুন চক্রবর্তী। তারপর ১০ মার্চের খবর বলছে,তিনি এবা পেতে চলেছেন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা। খুব শিগগিরিই মিঠুন বাংলার ভোট ময়দানে প্রচারে নামবেন। আর তার আগে এই নিরাপত্তা পাওয়ার ঘটনা নিয়ে কোন কোন তথ্য উঠতে শুরু করেছে দেখা যাক।

 মিঠুনের নিরাপত্তায় কী কী থাকছে?

মিঠুনের নিরাপত্তায় কী কী থাকছে?

মিঠুন চক্রবর্তীর নিরাপত্তায় থাকছে সিআইএসএফ। মূলত, ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেলে একজন ব্যক্তি ১১ জন কমান্ডো পান। সঙ্গে ৫৫ জন নিরাপত্তা কর্মী থাকেন সেই ভিআইপির বাড়িতে।

বাংলার ভোটের আগে নিরাপত্তা ও মিঠুন

বাংলার ভোটের আগে নিরাপত্তা ও মিঠুন

মূলত, দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তীই সেই সেলেব যিনি বাংলার ভোটের আগে তারকা হিসাবে এমন নিরাপত্তা পেলেন। ফলে জল্পনা চড়তেই থাকছে যে তাহলে কি বিজেপি মিঠুনকে বাংলার ভোটে কোনও বড় পদে রাখছে? কারণ এর আগে এমন নিরাপত্তার কড়াকড়ি তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা বহু নেতার ক্ষেত্রে দেখা গিয়েছে।

বাংলার ৬০ নেতা কড়া নিরাপত্তার কভারে!

বাংলার ৬০ নেতা কড়া নিরাপত্তার কভারে!

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পশ্চিমবঙ্গের ৬০ জন নেতাকে এক্স ও ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে। গত এক মাসে এই নিরাপত্তা বলয় বাংলার রাজনীতিতে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে।

১২ তারিখ কি মিঠুন-শুভেন্দুর যুগলবন্দি?

১২ তারিখ কি মিঠুন-শুভেন্দুর যুগলবন্দি?

শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ১২ তারিখ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে লড়াইয়ের জন্য বিজেপির হয়ে হলদিয়ায় মনোনয়ন জমা দেবেন। সেদিন তাঁর সঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রী থাকতে পারেন বলে খবর। সঙ্গে মিঠুন চক্রবর্তীর সেখানে থাকার কথা রয়েছে। এদিকে আজ মিঠুন চক্রবর্তী তাঁর মনোনয়ন পেশে যাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু তার জবাব দেননি। তবে শোনা যাচ্ছে যে মিঠুন বিজেপির প্রচারকদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছেন। আর সেই মর্মে নন্দীগ্রাম কাঁপাতে মহাগুরু পা রাখতে পারেন অধিকারীগড়ে।

English summary
West Bengal Assembly Election 2021, Mithun Chakraborty gets Y plus Security after joining BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X