For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রাম দিবসে মমতা দিলেন বড় বার্তা, ইস্তেহার প্রকাশ ঘিরে এখনও জল্পনার পারদ চরমে

নন্দীগ্রাম দিবসে মমতা দিলেন বড় বার্তা, ইস্তেহার প্রকাশ ঘিরে এখনও জল্পনার পারদ চরমে

  • |
Google Oneindia Bengali News

২০০৭ সালের ১৪ মার্চ তাঁরা ছিলেন একপক্ষে। সজোরে বামেদের বিরুদ্ধে সেদিন একযোগে আওয়াজ তুলতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীদের। যেদিন পুলিশের গুলিতে বহু গ্রামবাসীকে নির্বিচারে গুলি করা হয়। নন্দীগ্রামের বুকে ১৪ জন শহিদকে ঘিরে চড়তে থাকে পারদ। চরমে ওঠে রাজনৈতিক উত্তেজনা। আজ ২০২১ সালের নন্দীগ্রাম দিবস। বাংলা রাজনীতির দুই মুখ শুভেন্দু ও মমতা আজ রাজনৈতিক প্রতিপক্ষ। প্রেক্ষাপট নন্দীগ্রাম। এমন এক দিনে মমতার বার্তা থেকে তৃণমূলের ইস্তেহার প্রকাশ ঘিরে কোন কোন তথ্য উঠে এল দেখা যাক।

মমতার টুইট

মমতার টুইট

ঐতিহাসিক নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে এদিন শহিদদের স্মরণ করে একটি টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন,' ২০০৭ সালের ঘটনায় নন্দীগ্রামে অনেককে খুন করা হয়েছিল। অনেকের আবার দেহও খুঁজে পাওয়া যায়নি। ইতিহাসের সেই কলঙ্কিত অধ্যায়ে যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের শ্রদ্ধা জানাই।'

নন্দীগ্রামের ভোট লড়াই নিয়ে মমতা

নন্দীগ্রামের ভোট লড়াই নিয়ে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে নন্দীগ্রামে প্রার্থী। এবার সেই নন্দীগ্রাম থেকে তাঁর প্রতিপক্ষ তাঁর পুরনো সৈনিক শুভেন্দু অধিকারী। যে শুভেন্দুর পক্ষে বিজেপি ভূমিপুত্র ফ্যাক্টরকে নিয়ে চরমে তুলেছে পারদ। সেই জায়গা থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,নন্দীগ্রামে আমার ভাই ও বোনেদের অনুপ্রেরণায়, সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি নন্দীগ্রাম থেকে তৃণমূলের হয়ে লড়ছি। এটা আমার কাছে সম্মানের বিষয় যে এখানে আমি শহিদ পরিবারের মানুষগুলির সঙ্গে কাজ করতে পারব, যাঁরা বাংলা বিরোধী তাঁদের বিরুদ্ধে।

ইস্তেহার নিয়ে কোন জল্পনা?

ইস্তেহার নিয়ে কোন জল্পনা?

এদিকে নন্দীগ্রাম দিবসেই মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেহার প্রকাশ করবেন বলে জানা গিয়েছিল। তবে তা সম্ভবত আজ হচ্ছে না। গত ৯ মার্চ থেকে এই ইস্তেহার প্রকাশ পিছিয়ে গিয়ে সেটি ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসের দিন হওয়ার কথা ছিল। তবে তা এবার সম্ভবত হচ্ছে না। শোনা যাচ্ছে ১৭ মার্চ অর্থাৎ আগামী বুধবার এই ইস্তেহার প্রকাশ হতে পারে।

নন্দীগ্রাম দিবস ও তৃণমূল

নন্দীগ্রাম দিবস ও তৃণমূল

প্রসঙ্গত নন্দীগ্রাম দিবসের দিন কলকাতার রাজপথে বড় কর্মসূচি রয়েছে তৃণমূলের। দুপুর ৩ টে থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। মঞ্চে হুইল চেয়ারে মমতা থাকতে পারেন বলে খবর।

শুভেন্দু আসার আগে ভাঙাবেড়িয়ায় উত্তেজনা, পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসাশুভেন্দু আসার আগে ভাঙাবেড়িয়ায় উত্তেজনা, পুলিশের সঙ্গে তৃণমূলকর্মীদের বচসা

English summary
West Bengal Assembly Election 2021, Mamata May release Manifesto on 17 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X