For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির 'ভোট ব্যাঙ্কে' থাবা বসাতে মমতার মাস্টারস্ট্রোক, রবিবাসরীয় কলকাতায় কষা হবে অঙ্ক

Google Oneindia Bengali News

নির্বাচন কমিশন বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতেই তৎপরতা শুরু রাজনৈতিক মহলে৷ জনতার দরবারে বাকিদের পিছনে ফেলতে চলছে ছক কষা৷ শুক্রবার একদিকে যখন ভোটের দিনক্ষণ জানাচ্ছে নির্বাচন কমিশন, অন্য়দিকে তখন অসমের গুয়াহাটিতে উড়ে গেলেন লালুপুত্র তেজস্বী যাদব৷

অসম বাংলায় বড় কাজ রয়েছে তেজস্বীর

অসম বাংলায় বড় কাজ রয়েছে তেজস্বীর

শনিবার ও রবিবার, পরপর দু'দিন 'বড় কাজ' রয়েছে তেজস্বীর৷ শনিবার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর নেতা বদরুদ্দিন আজমল এবং রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর৷ মমতা-তেজস্বীর সাক্ষাৎ হবে কলকাতাতেই৷

তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা

তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা

ভোটমুখী দুই পড়শি অসম ও পশ্চিমবঙ্গে তেজস্বীর এই হঠাৎ সফর তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের৷ প্রসঙ্গত, চলতি বছরেই ভোট হবে কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরিতে৷ এখনও পর্যন্ত যেটুকু ঠিক হয়েছে, সেই অনুযায়ী বাংলার মাটিতে একা খেলারই পক্ষপাতী তেজস্বীর দল আরজেডি৷ যদিও মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ কোনও বড় পরিকল্পনারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ আরজেডি সূত্রে খবর, বিজেপি প্রার্থীদের ধরাশায়ী করতেই তেজস্বীর সঙ্গে বসে রণকৌশল স্থির করতে চান মমতা৷

আসন সমঝোতায় যেতে চলেছেন তেজস্বী?

আসন সমঝোতায় যেতে চলেছেন তেজস্বী?

তবে কি বাংলার মাটিতে সরাসরি মমতার সঙ্গেই আসন সমঝোতায় যেতে চলেছেন তেজস্বী? সোজাভাবে এর কোনও উত্তর দেননি আরজেডি-র তরুণ নেতা৷ এড়িয়ে গিয়েছেন একই ইশুতে অসমের প্রসঙ্গও৷ তিনি বলেন, 'সঠিক সময় এলেই আমি আসন বিভাজন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারব৷ তবে পশ্চিমবঙ্গ যেহেতু বিহারের প্রতিবেশী, তাই বাংলা-বিহার সীমানা সংলগ্ন এলাকাগুলি অবশ্যই প্রধান বিবেচ্য়৷'

কটি আসনে লড়তে পারে আরজেডি?

কটি আসনে লড়তে পারে আরজেডি?

আরজেডি সূত্রে খবর, এবছর পশ্চিমবঙ্গের পাঁচটি আসনে লড়বে তারা৷ পাশাপাশি, অসমে আরজেডি লড়বে ১০টি আসনে৷ এমনকি, কোন কোন আসনে তারা প্রার্থী দেবে, তাও একপ্রকার নিশ্চিত বলেই জানা গিয়েছে৷ এবিষয়ে পাকা কথা সারতে দলের তরফে দায়িত্ব দেওয়া হয়েছিল দুই নেতাকে৷ এঁরা হলেন আরজেডি-র প্রধান সাধারণ সম্পাদক আবদুল বারি সিদ্দিকি এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক শ্য়াম রজক৷ উল্লেখ্য়, কয়েক সপ্তাহ আগেই কলকাতায় এসে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে গিয়েছিলেন এই দু'জন৷

English summary
West Bengal Assembly election 2021: Mamata Banerjee to meet Tejashwi Yadav on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X