For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের চমক, নন্দীগ্রামের মনজয় ফের ময়দানে 'বাংলার মেয়ে', গ্রামবাসীদের জন্য চা তৈরি করলেন মমতা

ভোটের চমক, নন্দীগ্রামের মনজয় ফের ময়দানে 'বাংলার মেয়ে', গ্রামবাসীদের জন্য চা তৈরি করলেন মমতা

Google Oneindia Bengali News

বিদ্রোহী নেত্রী। তারপর বাংলার মুখ্যমন্ত্রী। এই দুই রূপে এতোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে নন্দীগ্রাম এই প্রথম একেবারে বাংলার ঘরের মেয়ের ভূমিকায় তাঁকে দেখলেন তাঁরা। পড়ন্ত বিকেলে নন্দীগ্রামের বাজারে গ্রামবাসীদের জন্য চা তৈরি করলেন মুখ্যমন্ত্রী। তাঁকে কাছে পেয়ে আপ্লুত বাসিন্দারা। ভোটের প্রচারে এসে প্রথম দিনেই একের পর এক চমক দিয়ে গেলেন মমতা।

 চা তৈরি করলেন মমতা

চা তৈরি করলেন মমতা

বাংলা নিজের ঘরের মেয়েকেই চায়। তৃণমূল কংগ্রেসের এই স্লোগান যে কতটা বাস্তব। তার প্রমাণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে পৌঁছেই একেবারের ঘরের মেয়ে হয়ে গেলেন। বিদ্রোহী নেত্রী এবার নন্দীগ্রামে ঘরের মেয়ে। পড়ন্ত বিকেেল নন্দীগ্রামে বাজারে গিয়ে চায়ের দোকানে ঢুকে পড়েন তিনি। সেখানে নিজে হাতে চা তৈরি করেন মমতা। সেই চা কাপে ঢেলে গ্রামবাসীদের বিতরণ করেন। মমতাকে এই ভূমিকায় দেখে আপ্লুত গ্রামবাসীরা। চায়ের দোকানে ভিড় করে আসেন তাঁরা। তারপর জননেত্রী চায়ের কাপে চুমুক দিতে দিতেই একের পর এক গ্রামবাসীদের অভিযোগের কথা শোনেন। চায়ের দোকানের মালিকের সঙ্গেও কথা বলেন তিনি।

 বাসুলি মন্দিরে পুজো

বাসুলি মন্দিরে পুজো

নন্দীগ্রামে কর্মিসভা সেরে মমতা চলে গিয়েছিলেন সোনাচূড়ায় বাসুলি মন্দিরে। সেখানে পুজো দিয়ে ভোট যুদ্ধ জয়ের আশির্বাদ নেন মুখ্যমন্ত্রী। মন্দিরে কাসর বাজাতে দেখা গিয়েছে তাঁকে। মমতাকে দেখতে মন্দিরে ভিড় করেছিলেন গ্রামবাসীরা। তাঁদের নিরাশ করেননি মুখ্যমন্ত্রী। মন্দিরের দাওয়াতেই বসে থাকা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের অভাব অভিযোগ শোনেন।

আগামিকাল মনোনয়ন

আগামিকাল মনোনয়ন

আগামিকাল মনোনয়ন পত্র জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে নন্দীগ্রাম তাঁকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিল সেই নন্দীগ্রাম থেকেই একুশের ভোটে ক্ষমতা ধরে রাখার বাজি ধরেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। নন্দীগ্রামে এবার তাঁর প্রতিপক্ষ তৃণমূলের প্রাক্তন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে চ্যালেঞ্জ করেই নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন মমতা। মঙ্গলবার কর্মিসভা থেকে নন্দীগ্রাম বাসীকে মমতা প্রশ্ন করেন, তাঁকে যদি পছন্দ না হয় তাহলে তিনি মনোনয়ন পত্র জমা দেবেন না। আগামিকাল হলদিয়ায় মনোনয়ন পত্র জমা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 বাড়ি ভাড়া নিয়েছেন মমতা

বাড়ি ভাড়া নিয়েছেন মমতা

একুশের ভোটে নন্দীগ্রাম হচ্ছে এপিক সেন্টার। তাই প্রার্থী হিসেবে নন্দীগ্রামে লড়তে গেলে সেখানে বেশ কিছু সময় থাকতে হবে। সেকারণে নন্দীগ্রামে বাড়ি ভাড়া নিয়েছেন মমতা। মঙ্গলবার রাতে তিনি সেখানেই থাকবেন। মমতা যাওয়ার আগে সেই বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ নিরাপত্তা বাহিনী গিয়ে গোটা এলাকা খতিয়ে দেখেছেন। বাড়ির ভিতকেক আয়োজনও খতিেয় দেখা হচ্ছে।

English summary
West Bengal Assembly Election 2021: Mamata Banerjee distribute tea at Nandigam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X