For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের নেপথ্যে কি ষড়যন্ত্র, ৪-৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিদির

মমতা বন্দ্যোপাধ্যায়ের চোটের নেপথ্যে কি ষড়যন্ত্র, ৪-৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দিদির

  • |
Google Oneindia Bengali News

জেড প্লাস ক্যাটেগোরির নিরপত্তা পান মমতা। তা সত্ত্বেও কীভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বুকে এমন চোট পেয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। দলের তরফে সুব্রত মুখোপাধ্যায় জানান মমতা বহু সময়ই আবেগপ্রবণ হয়ে মমতা নিরাপত্তা থেকে দূরে সরে যান। তার জেরে এমনটা ঘটতে পারে বলে আশঙ্কা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিস্ফোরক অভিযোগ এনেছেন।

জ্বর এসেছে মমতার

জ্বর এসেছে মমতার

এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় জানান চোটের জেরে তাঁর বা পা ফুলে গিয়েছে। তাঁর জ্বরও আসতে শুরু করেছে। জানা গিয়েছে তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে কলকাতায় আনতে গ্রিন করিডরের বন্দোবস্ত করা হচ্ছে।

 ৪-৫ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

৪-৫ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৪ থেকে ৫ জন মিলে তাঁকে ধাক্কা দিয়েছে। এই ঘটনা চক্রান্ত করে ঘটানো হয়েছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে ঘটনার জেরে রাজ্যপুলিশের শীর্ষ কর্তাদের কাছে চিঠি গিয়েছে ঘটনার জবাব দিহি চেয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ৪ থেকে ৫ জন মিলে ইচ্ছাকৃতভাবে তাঁকে আঘাত করেছেন। স্থানীয় পুলিশের এসপি সেখানে হাজির ছিলনে না বলে জানান মমতা।

স্থানীয় পুলিশ ছিল না কাছে?

স্থানীয় পুলিশ ছিল না কাছে?

মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছেন, এদিন তাঁর নিরাপত্তায় স্থানীয় পুলিশ ছিল না, যখন ঘটনা ঘটে। এদিকে, নন্দীগ্রামে পুলিশ মমতাকে সাহায্য করছে বলে বিজেপি অভিযোগ আগেই করেছে। তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনা নিয়ে রীতিমতো পারদ চড়ছে। মমতার অভিযোগ চার থেকে পাঁচ ঘণ্টা ধরে এতবড় জন জমায়েতেও কোনও স্থানীয় পুলিশকে দেখা যায়নি।

ডিজির ফোন এসপি পূর্ব মেদিনীপুরকে

ডিজির ফোন এসপি পূর্ব মেদিনীপুরকে

জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরিস্থিতি নিয়ে কলকাতা থেকে রাজ্য পুলিশের ডিজি ফোন করেন এসপি পূর্ব মেদিনীপুরকে। অন্যদিকে পায়ের চোটের যন্ত্রণায় ছটফট করা মমতাকে যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসার জন্য কলকাতায় আনা হচ্ছে।

কলকাতার তিন হাসপাতাল তৈরি

কলকাতার তিন হাসপাতাল তৈরি

চোখের নিমেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে গ্রিন করিডরের খবর যেমন সামনে আসছে তেমনই জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য কলকাতার নামী ৩ হাসপাতালকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিন, নন্দীগ্রামের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন মমতা। হলদিয়ায় সেই কর্মসূচির পর মমতা নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় যান। কথা ছিল আজ রাত থাকবেন নন্দীগ্রামেই। তবে তার আগেই সন্ধ্যে নাগাদ এমন ঘটনা ঘটায় দিদিকে ফিরতে হচ্ছে কলকাতায়।

English summary
West Bengal Assembly Election 2021, Mamata Banerjee alleges conspiracy theory in Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X