একুশের ভোটে তৃণমূল কয়টি আসন দখলে রাখবে! হিসাব দিয়ে দিলেন মদন মিত্র
কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান নিয়ে প্রকাশ্য সভায় চ্যালেঞ্জ নেন মদন মিত্র। এক থেকে দেড়লাখ ভোটে মমতা না জিতলে তিনি হাতের পাঞ্জা কাটবেন বলেও সুর চড়ান। এরপরই ফের একবার খবরে মদন মিত্র। জানিয়ে দিলেন তৃণমূল ২০২১ ভোটে কয়টি আসন পাবে।

একুশের ভোটে তৃণমূলের জয় নিয়ে কী বলছেন মদন মিত্র?
আগেই নোয়া পাড়ার সভা থেকে জানিয়ে ছিলেন যে যদি ১৩ তারিখ কাউন্টিং হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সাল সাড়ে ১১ টার মধ্যে জানতে পারবে যে তারা ২২১ টি আসন পেয়ে যাবে। তাঁর নিজস্ব সংখ্যাতত্বের ওপর আস্থা রেখে একথা জানান মদন মিত্র। এবার তিনি জানিয়ে দিলেন ২০৯৪ এর মধ্যে কয়টি আসন তৃণমূলের দখলে থাকবে।

মদন মিত্রের জোর সওয়াল
বুধবার মদন মিত্র জানিয়েছেন একুশর ভোটে তাঁর দল তৃণমূল কংগ্রেস ২৫০ আসন দখলে রাখছে। উল্লেখ্য, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই সংখ্যা জানিয়েছিলেন তৃণমূলের জয়ের সপক্ষে।

ভাঙড়ে দেড়লাখে জয়?
মদন মিত্র ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে জানান, মিমি এই এলাকা থেকে ১ লাখ ১০ হাজার ভোটে জিতেছিলেনষ এরপর ভাঙড় থেকে তৃণমূল বিধানসভায় দেড় লাখ ভোটে জিতবেন। এমনই আশা কামারহাটির নেতার।

'যা যা খেলতে হয়.. করব'
পুরুলিয়ায় তৃণমূলের সভায় মদন মিত্র জানিয়েছিলেন যে 'খেলতে গেলে যা যা লাগে ' তিনি দেবেন। উইকেট থেকে ব্যাট তিনি সরবরাহ করবেন। নোয়াপাড়ার সভায় তিনি মশলার প্রসঙ্গও উত্থাপন করেন। আর ভাঙড়ে দাঁড়িয়ে তিনি বলেন, 'যা যা খেলতে হয়, যাযা জোগাড় করতে হয়, যেসব মানুষকে নিতে হয়.. সব কিছু করব। কাল ভোট হলে আমরাই জিতব।'