For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের কোন নেতাদের বিজেপি 'এন্ট্রি' দিতে বেশি আগ্রহী! নেপথ্যের ফ্যাক্টর ঘিরে জল্পনা

তৃণমূলের কোন নেতাদের বিজেপি 'এন্ট্রি' দিতে বেশি আগ্রহী! নেপথ্যের ফ্যাক্টর ঘিরে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

২০২১ বাংলার ভোটের আগে ক্রমাগত দলবদলের রাজনীতি পারদ চড়াচ্ছে। মূলত ২০১৯ সালের লোকসভা ভোটের ঠিক আগে বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়েছিল, সেই একই গেমে কার্যত ফের একবার তারা তৃণমূলকে মাত দিতে চাইছে। এমন এক পরিস্থিতিতে দিদির সঙ্গে থাকা মুসলিম ভোটব্যাঙ্ককেও বিজেপি মামতার ঝুলি থেকে সরিয়ে দিতে তৎপর। সেক্ষেত্রে অবশ্যই ডিসাইডিং ফ্যাক্টর ওয়েইসির মিম। এমন এক অবস্থায় তৃণমূলের বহু নেতারাই বিজেপিতে দলবদল করছেন। তবে বিজেপি কোন স্তরের নেতাদের পছন্দ করছে বা তার নেপথ্য কারণ নিয়ে একাধিক জল্পনা রয়েছে।

বাংলার মাটিতে আসাদ ফ্যাক্টর

বাংলার মাটিতে আসাদ ফ্যাক্টর

আসাদউদ্দিন ওয়েইসির মিম জানিয়েছে, তারা বাংলার ২৯৪ টি আসনের মধ্যে অন্ততপক্ষে ৭০ টি আসনে প্রার্থী দেবে। এমন এক প্রেক্ষাপটে তারা যদি বিহারের মতো জয়ের শতাংশ ধরে রাখে,তাহলে তা তৃণমূলের পক্ষে বিপদ ডাকবে। যা বিজেপিকে সুখবর দিতে পারে। আসাদউদ্দিন আগেই তৃণমূলের সঙ্গে সমঝোতার রাস্তায় যেতে চেয়েছিলেন বলে এক সংবাদমাধ্যমের খবর ছিল। তবে তাতে এখনও পর্যন্ত আমল দেয়নি ঘাসফুল। এদিকে, ২০১৪ লোকসভা ভোট থেকে ২০১৯ লোকসভা ভোটে মমতার দলের ভোট শেয়ার বেড়ে যাওয়ার নেপথ্যে রয়েছে মুসলিম ভোট। যা ৪০ থেকে ৭০ শতাংশে পৌঁছেছে বাংলায়। আর সেই ভোটে মিম থাবা বসাতে পারে বলেই আপাতত ধারণা। বিহারে মিম ২০ টি আসনে লড়ে ৫ টি আসন দখল করে মিম। আর সেই স্ট্রাইক রেট বাংলায় ধরে রাখলে তৃণমূল বিপাকে পড়তে পারে।

তৃণমূলের কিছু নেতার দলবদল ও বিজেপির টার্গেট

তৃণমূলের কিছু নেতার দলবদল ও বিজেপির টার্গেট

তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের ঘরে তোলার নেপথ্যে বিজেপির একাধিক স্ট্র্যাটেজি কাজ করছে বলে খবর। তৃণমূল শুধু বিজেপির দল ভারী বা বিজেপিতে ভোটব্যাঙ্ক শক্তি বাড়াতেই চাইছে না। তার সঙ্গে তৃণমূলকে পাল্টা দুর্বল করতে আগ্রহী।

 তৃণমূলের কোন নেতাদের নিয়ে বিজেপি আগ্রহী!

তৃণমূলের কোন নেতাদের নিয়ে বিজেপি আগ্রহী!

একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মূবত বিজেপি বাংলায় নিজের পিচ প্রস্তুত করতে ব্যস্ত। এমন পরিস্থিতিতে মাটির সঙ্গে লেগে থেকে বাংলায় যে সমস্ত তৃণমূল নেতারা কাজ করেছেন , বিজেপি তাঁদের চাইছেন। মূলত, মফঃস্বল বা জেলায় যাংদের শিকড় পোক্ত বিজেপি সেই গ্রাউন্ড লেভেলের তৃণমূল নেতাদের বিষয়ে খোঁজ রাখছে। কারণ সংগঠনের নিচের তলার দমি বাংলায় পোক্ত করেই মসনদে চড়ার চেষ্টায় গেরুয়া শিবির।

 বাম নেতা ও বিজেপির রাজনীতি

বাম নেতা ও বিজেপির রাজনীতি

২০১৯ লোকসভা ভোটের পরেই সূত্র মারফৎ শোনা গিয়েছিল একাধিক বাম নেতাদের দিকেও বিজেপি ঝুঁকেছে। সেই সময় মূলত, বাংলার একটি শ্রেণির ভোটব্যাঙ্ক দখলের জন্য এই নেতাদের বিষয়ে বিজেপি ভাবনা চিন্তা করলেও, তা সেভাবে কার্যকর করেনি। গত কয়েক বছরের ট্রেন্ডে দেখা গিয়েছে, বামেদের ভোটই কার্যত বিজেপিকে ফুলে ফেঁপে বাংলায় উত্থিত হতে সাহায্য করে। ফলে যখন ভোটব্যাঙ্ক নিজেই শিফ্ট করে গিয়েছে, তখন বাম নেতাদের বিষয়ে বিজেপি ভাবা বন্ধ করে দিয়েছে বলে জল্পনা চড়তে থাকে। তবে , আপাতত ২০২১ এর মসনদ পেতে বিজেপি উচ্চবিত্ত শ্রেণি ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির ভোট দখলে রাখতে 'এনআরঐই ফর সোনার বাংলা' অভিযান শুরু করছে।

দিলীপ-ঘনিষ্ঠ চার নেতা তৃণমূলে যোগ দিয়েও পদহীন, একুশের আগে অসন্তোষ বাড়ছেদিলীপ-ঘনিষ্ঠ চার নেতা তৃণমূলে যোগ দিয়েও পদহীন, একুশের আগে অসন্তোষ বাড়ছে

English summary
West Bengal Assembly Election 2021 latest news, Why BJP needs grassroots-level leaders from TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X