jp nadda west bengal west bengal assembly election 2021 জেপি নাড্ডা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১
বিধানসভায় 'এলইডি রথ' নিয়ে পথে নামছে রাজ্য বিজেপি
বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষের মত জানতে রাজ্যের ২৯৪টি বিধানসভায় 'এলইডি রথ' নিয়ে পথে নামছে রাজ্য বিজেপি। এই 'এলইডি রথ' আসলে একটি মোবাইল ভ্যান।


বৃহস্পতিবার হেস্টিংসে 'লক্ষ্য সোনার বাংলা' নাম দিয়ে এই ডিজিটাল প্রচার প্রকল্প উদ্বোধন করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এছাড়াও এদিন 'লক্ষ্য সোনার বাংলা' নামের একটি প্রকাশ করেন নাড্ডা।
এদিনের অনুষ্ঠানে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জানান, 'আজ খুশির দিন, বাংলার মানুষ 'লক্ষ্য সোনার বাংলা'-য় বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। আগে 'বাংলা আজ যা ভাবে , ভারত কাল তা ভাবে', এটি বলা হতো। এখন বাংলার সেই গৌরব কোথায়? কেন সোনার বাংলা বানাতে চাইছি সেটা বাংলার মানুষ জানেন।'
জে পি নাড্ডা আরও বলেন, 'আমরা এই 'এলইডি রথ রাজ্যের ২৯৪টি বিধানসভায় পৌঁছবে। এর সঙ্গে একটি মোবাইল নম্বর দেওয়া থাকবে।
থাকবে হোয়াটসঅ্যাপ নম্বর। সঙ্গে অভিযোগ জানানোর বাক্স থাকবে। এর মাধ্যমে মানুষে তাঁদের কথা, অভিযোগ, পরামর্শ ৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত আমাদের জানাতে পারবেন। আসল পরিবর্তনের লক্ষ্যেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন সেই আসল সোনার বাংলা হবে।'
এর পর যে পি নাড্ডা বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কি করবেন তার বর্ণনা দেন। তিনি বলেন, 'আমরা ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এলে আয়ুষ্মান প্রকল্প, কিষান সম্মান নিধি, সপ্তম বেতন কমিশন চালু করবো। বাংলায় ভ্রষ্টাচার , কাটমনি থাকবে না। বেআইনি কয়লা পাচার, সিন্ডিকেট থাকবে না। বাংলার পণ্য গ্লোবাল মার্কেটে পৌঁছে দেওয়া হবে।'
অন্যদিকে, রাজ্যে বিনিয়োগের প্রশ্নে জে পি নাড্ডা বলেন, 'এই রাজ্যে কোনও বিনিয়োগ নেই। ডেঙ্গু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ডাকক্তারদের ধমক দিচ্ছেন। করোনা নিয়ে, ডেঙ্গু নিয়ে কোনও তথ্য কেন্দ্রকে রাজ্য দেয়না। আমরা বাংলার শিল্প,স্বাস্থ্য, ধর্মীয় পর্যটন নিয়ে কেন্দ্রের তরফে রাজ্যকে সহযোগিতা করতে প্রস্তুত।'
নীরব মোদীকে ভারতে ফেরানো নিয়ে রায় ব্রিটিশ আদালতের, কী জানালেন ম্যাজিস্ট্রেট?