For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার অসুস্থতার মাঝেও তৃণমূলে প্রার্থীপদ ঘিরে অসন্তোষ জারি, 'ষড়যন্ত্রে'র অভিযোগে অনুব্রতগড়ে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

আগেই জানা গিয়েছিল অনুব্রত মণ্ডলের বীরভূমে দুটি এলাকায় প্রার্থীপদ নিয়ে অসন্তোষ রয়েছে। এই নিয়ে অনুব্রত মণ্ডলের কাছে দরবারও করেছে জেলা তৃণমূল। এর পরবর্তী পর্যায়ে দুবরাজপুর আসন নিয়ে কী ঘটছে দেখা যাক।

অসুস্থ মমতা, তবুও দলের অন্দরে কোন্দল!

অসুস্থ মমতা, তবুও দলের অন্দরে কোন্দল!

প্রার্থী তালিকা ঘোষণার ৫ দিন পরও কাটছে না তৃণমূলের মাথার ওপর থেকে সংকটের মেঘ। উত্তর দিনাজপুর থেকে নদিয়া, পশ্চিম বর্ধমান, সমস্ত জায়গাতেই অসন্তোষ রয়েছে। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নন্দীগ্রামে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মাঝে দুবরাজপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অন্দের প্রার্থী পদের কোন্দল নিয়ে সংঘাত চরমে।

 প্রচার শুরু হলেও কোন্দল অব্যাহত

প্রচার শুরু হলেও কোন্দল অব্যাহত

বীরভূমের দুবরাজপুরে অসীমা ধীবরকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এলাকার বর্তমান বিধায়ক নরেশ বাউরি। এদিকে অসীমা ধীবরের প্রচা র শুরু করেছে দল। তারই মাঝে প্রার্থীকে বদলের ডাক দিয়ে অনুব্রত মণ্ডলের দ্বারস্থ স্থানীয় তৃণমূল নেতারা। ঘটনায় যথেষ্ট অস্বস্তি তৈরি হয়েছে ঘাসফুল শিবিরে।

তৃণমূলের অন্দরে ষড়যন্ত্র!

তৃণমূলের অন্দরে ষড়যন্ত্র!

এদিকে, ঘটনার জেরে তৃণমূলের অন্দরে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন অসীমা ধীবর। তিনি দাবি করছেন তাঁর বিরুদ্ধে দলেরই একাংশ ষড়যন্ত্র করছে। প্রসঙ্গত, কয়েকদনি আগে ইংরেজ বাজারের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছিলেন যে তাঁর হয়ে প্রচার করছেন না দলেরই একাংশ। তারপর বীরভূমের অসীমা মণ্ডলের ঘটনা পারদ চড়িয়েছে।

অনুব্রতর স্টান্স কী?

অনুব্রতর স্টান্স কী?

এক বেসরকারি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনুব্রত মণ্ডল দলের অন্দরে এই কোন্দলের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন গোটা ঘটনা তিনি রাজ্য নেতৃত্বের কাছে জানিয়েছেন। প্রার্থীর নাম ঘোষণার পরে যে তাঁর গড়ে এমন ক্ষোভ বিক্ষোভের পালা শুরু হয়েছে , তা কার্যত মেনে নিয়েছেন তিনি।

English summary
West bengal Assembly Election 2021, Dilip Ghosh says Mamata is PHD in Drama, Abhishek says bjp should get ready for 2 May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X