For Quick Alerts
For Daily Alerts
মমতার 'অ্যাডভান্টেজ' কি হয়ে উঠতে পারে রাজ্যের নবগঠিত হিন্দুত্ববাদী পার্টি! কী জানাচ্ছে তৃণমূল
একুশের ভোটের আগে রাজ্যে একের পর এক রাজনৈতিক পার্টির আগমন দেখা গিয়েছে। মহারাষ্ট্রের শিবসেনা থেকে গোবলয়ের জেডিইউ, আরজেডি , সমাজবাদী পার্টির প্রবেশের কথা শোনা যাচ্ছে। বহু পার্টিই বাংলায় জোটের বার্তাও স্পষ্ট করেছে। তবে এবার গেরুয়া শিবিরে একাধিক ছোট ছোট ভাগও উঠে আসছে একুশের ভোটের আগে। একদিকে যেমন জন সংহতির কথা শোনা যাচ্ছে , তেমনই অন্যদিকে সিংঘবাহিনীর নাম আসছে। তবে হিন্দুত্ববাদী এই দুই শিবির আপাতত দুই খাতে বইছে। দেখে নেওয়া যাক সেই গেরুয়া সমীকরণের কিছু দিক।
{photo-feature}
ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠতা হারাল দক্ষিণের কংগ্রেস সরকার, বিজেপির পদক্ষেপ নিয়ে জল্পনা