For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রত মণ্ডলকে ফের নোটিস, এবার নোটিস পাঠালেন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট

অনুব্রত মণ্ডলকে ফের নোটিস, এবার নোটিস পাঠালেন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট

Google Oneindia Bengali News

তারাপীঠের মন্দিরে ধরা দিলেও অনুব্রতর আচরণে অসন্তুষ্ট কমিশন। ম্যাজিস্ট্রেট পর্যায়ের নোটিস পাঠানো হল তাঁকে। কমিশনের নজরদারির বাইরে যেতে পারবেন না তিনি। জেলাশাসকের নির্দেশেই এই নোটিস পাঠানো হায়েছে তৃণমূল কংগ্রেস নেতাকে। প্রসঙ্গত উল্লেখ্য সকালে প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে কমিশনের প্রতিনিধিদের চোখে ধুলো দিুয়ে ঘুরে বেরিয়েছেন অনুব্রত মণ্ডল।

অষ্টম দফার ভোট পর্বের ৩৫ টি হাইভোল্টেজ আসনে শেষ লোকসভা ভোটে কাদের দাপট ছিল, একনজরে কিছু তথ্যঅষ্টম দফার ভোট পর্বের ৩৫ টি হাইভোল্টেজ আসনে শেষ লোকসভা ভোটে কাদের দাপট ছিল, একনজরে কিছু তথ্য

নজরবন্দি অনুব্রত

নজরবন্দি অনুব্রত

গতকাল থেকেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে নজরবন্দি করেছে কমিশন। তাঁর সঙ্গে সব সময় কমিশনের প্রতিনিধিদল থাকবে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেেক শুক্রবার সকাল সাতটা পর্যন্ত কমিশনের নজরদারিতে থাকবেন তৃণমূল কংগ্রেস নেতা। নজিরবিহীন নিরপত্তায় মুড়ে ফেলা হয়েছে বীরভূম জেলাকে। কমিশনের বিশেষ নজরদারির মধ্যে রয়েছে বীরভূম জেলা।

কমিশনের চোখে ধুলো

কমিশনের চোখে ধুলো

আজ সকালে নির্বাচন কমিশনের চোখে ধুলো দিয়ে প্রায় আড়াই ঘণ্টা জেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন অনুব্রত মণ্ডল। সকাল সাড়ে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল তিনটি গাড়ির কনভয় এবং কমিশনের প্রতিনিধিদল। কিন্তু হঠাৎ করেই অনুব্রত মণ্ডলের গাড়ির খোঁজ মিলছিল না। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা প্রায় হন্যে হয়ে বীরভূমে খুঁজতে শুরু করেন তাঁকে।

তারাপীঠে হদিশ অনুব্রতর

তারাপীঠে হদিশ অনুব্রতর

প্রায় ২ ঘণ্টা ধরে অনুব্রত মণ্ডলকে সাঁইথিয়া সহ একাধিক জায়গায় খোঁজাখুঁজির পর তারাপীঠের মন্দিরে যান কমিশনের প্রতিনিধিরা। তাঁদের কাছে খবর ছিল তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাবেন অনুব্রত মণ্ডল। সেই মতো সেখানে যান কমিশনের প্রতিনিধিরা। অনুব্রত নির্ধারিত সময়েই সেখানে পৌঁেছ যান। প্রায় আড়াই ঘণ্টা পর ফের কমিশনের ব়্যাডাপে ফেরেন অনুব্রত মণ্ডল।

অনুব্রতকে নোটিস

অনুব্রতকে নোটিস

অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠানো হয়েছে এই ঘটনার পর। জেলা শাসকের নির্দেশে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যায়ের নোটিস পাঠানো হয় অনুব্রত মণ্ডলকে। তাঁকে কমিশনের নজরদাির মধ্যে থাকতে বলা হয়েছে। অনুব্রতর এই পদক্ষেপের পর বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতার গ্রেফতারি দাবি করেছেন। তিনি বলেছেন যেভাবেই হোক অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ভোট করা হোক বীরভূমে।

English summary
West Bengal Assembly Election 2021: Exiutive Magistrte send notice to TMC leader Anubrta Mandal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X