For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা 'পরীক্ষা করতে চাইছেন ,ক'জন আছেন আর কতজন নেই'! অমিতের মেগা সভার আগে ফের মমতাকে খোঁচা দিলীপের

  • |
Google Oneindia Bengali News

ফের একবার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় মমতা বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না দিলীপ ঘোষ অমিত শাহের হাইভোল্টেজ সভার আগে এদিনও দলবদল নিয়ে বেশ কিছুটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখতে দেখা গিয়েছে বঙ্গ বিজেপির প্রধানকে।

 'রাজনীতি করতে গিয়ে সবাইকে ডুবিয়েছেন, নিজেও ডুববেন'

'রাজনীতি করতে গিয়ে সবাইকে ডুবিয়েছেন, নিজেও ডুববেন'

দিলীপ ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। কোনওটাই পালন করেননি। লোক হতাশ হয়ে গিয়েছে। সেই জন্যই মনে করাতে হয়, উনি কী কী প্রতিশ্রুতি দিয়েছিলেন। ' এরপর তিনি সুর তুলে বলেন,'সহ্যের সীমা ছাড়িয়েছে তাই রাস্তায় নেমে আন্দোসন হচ্ছে। আমরা ক্ষমতায় এলে সুবিচারের জন্য চেষ্টা করব। ত্রিপুরায় ক্ষমতায় এসে আমাদের সরকার সপ্তম পে কমিশন চালু করেছে। এখানেও সরকার ঘোষণা করেছে। অথচ চালু হচ্ছে না। ..রাজনীতি করতে গিয়ে সবাইকে ডুবিয়েছেন , নিজেএ এবার ডুবছেন। '

 পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া

পার্শ্বশিক্ষকদের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া

দিলীপ ঘোষ এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্শ্বশিক্ষকদের ইস্যু নিয়ে তোপ দাগেন। তিনি প্রশ্ন তোলেন 'ইদানীং বিভিন্ন দাবি দাওয়াতে আন্দোলন চলছে। বিধানসভার গেটেও উঠে পড়ছেন পার্শ্বশিক্ষকরা। টেনে নামাতে হচ্ছে পুলিশকে । কেন এত বিক্ষোভ?'

অমিত শাহের সভার আগে মমতাকে কটাক্ষ

অমিত শাহের সভার আগে মমতাকে কটাক্ষ

দিলীপ ঘোষ এদিন মমতার বিরুদ্ধে সরব হয়ে দবি করেছেন, 'উনি যদি সব প্রকল্প আর কাজের বিরোধিতা করবেন , তাহলে কাজ কী করে হবে? রাজনীতি করতে গিয়ে সবাইকে ডুবিয়েছেন।' এরপরই দলবদলের সুর ধরে দিলীপ ঘোষ মমতাকে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেন, তৃণমূল মূলত বিধানসভায় হুইপ জারি করেছে কতজন বিধায়ক দলে তাঁদের সঙ্গে রয়েছেন ,তা দেখতে। কটাক্ষের সুরে তিনি বলেন, 'পরীক্ষা করতে চাইছেন ক'জন আছেন আর ক'জন নেই! আমার মনে হয় এই পরীক্ষায়। উনি সফল হবেন না। '

সৌরভ প্রসঙ্গে দিলীপ ঘোষ

সৌরভ প্রসঙ্গে দিলীপ ঘোষ

এদিন দিলীপ ঘোষ সাফ বার্তায় জানিয়েছেন যে, তাঁর জদলের নেতারা সৌরভকে দেখতে গিয়ে ভিড় করবেন এটা তিনি পছন্দ করছেন না। তিনি বলেন, সেখানে গিয়ে 'ছবি তোলা'র মতো ঘটনা তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করছেন না বলে জানিয়েছেন তিনি। দিলীপ ঘোষের সাফ দাবি, যদি খবর নিতেই হয়, তাহলে সৌরভের বাড়ির লোকের থেকে ফোন করে খবর নেওয়া হোক। বঙ্গ বিজেপি প্রধান জানান, ভগবানের কাছে প্রার্থনা করি যে সৌরভ সুস্থ হয়ে উঠুন।

English summary
West Bengal Assembly Election 2021, Dilip Ghosh Targets Mamata on Amit Shah's rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X