For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর পর পরই কি দিব্যেন্দু যাচ্ছেন দিল্লি? মোদীর বঙ্গসফরের আগে চরমে উঠল জল্পনা

দিব্যেন্দু অধিকারীর লেটেস্ট নিউজ, দিল্লি যাচ্ছেন দিব্যেন্দু

  • |
Google Oneindia Bengali News

আগে জানা গিয়েছিল ১০ ফেব্রুয়ারি লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করার জন্য সময় পেয়েছেন দিব্যেন্দু অধিকারী। এরপর, এক নামী সংবাদমাধ্যমের খবর বলছে, সম্ভবত বুধবারই দিল্লিতে পা রাখতে পারেন দিব্যেন্দু অধিকারী। ৭ তারিখ মোদীর সভার আগে দিব্যেন্দু অধিকারী দিল্লি যেতে পারেন বলে যে খবর উঠে আসছে , তাতে একাধিক জল্পনা রয়েছে।

নন্দীগ্রামে শুভেন্দুর চমক হিসাবে কি দিব্যেন্দু!

নন্দীগ্রামে শুভেন্দুর চমক হিসাবে কি দিব্যেন্দু!

বাংলার বুকে এখন লাখ টাকার প্রশ্ন য়ে, শান্তিকুঞ্জে কি শেষমেশ আরও দুই পদ্ম ফুটছেই? এর আগে দিব্যেন্দু অধিকারী যদিও জানান, তিনি দলেই রয়েছেন, তবে এক নামী সংবাদমাধ্যমের খবর বলছে, দিব্যেন্দু অধিকারীকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ময়দানে নামাতে চাওয়া হচ্ছে। এমনই দাবি করেছে 'আনন্দবাজার পত্রিকার' এক প্রতিবেদন।

মঙ্গলবার রাতে একাধিক পদে ইস্তফা!

মঙ্গলবার রাতে একাধিক পদে ইস্তফা!

এদিকে, খবর দিল্লি যেতে পারেন দিব্যেন্দু। এর আগে, মঙ্গলবার রাতে পর পর ৮ টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন দিব্যেন্দু অধিকারী। এই পদগুলি ছিল সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সিতির চেয়ারম্যানের। এর আগে একাধিক কলেজের পরিচালন সমিতির বিশিষ্ট পদ থেকেও ইস্তফা দেন দিব্যেন্দু।

দিব্যেন্দু কী বার্তা দিচ্ছেন?

দিব্যেন্দু কী বার্তা দিচ্ছেন?

এদিকে, বিভিন্ন জল্পনা প্রসঙ্গে দিব্যেন্দু অধিকারীর সাফ বার্তা, তিনি এখনও তৃণমূলে আছেন। সাংসদ পদের মেয়াদের ৩ বছর এখনও বাকি। দলনেত্রীকে তিনি শ্রদ্ধা করেন বলেও বক্তব্য রেখেছেন তিনি।

আসছেন মোদী,অধিকারীগড়ে মঞ্চ গড়ছে বিজেপি!

আসছেন মোদী,অধিকারীগড়ে মঞ্চ গড়ছে বিজেপি!

এদিকে, হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে উদ্বোধন করতে রাজ্যে রবিবার আসছেন মোদী। একই সঙ্গে সরকারি অনুষ্ঠানের পর তিনি দলীয় এক সভায় যোগ দেবেন বলে খবর বিজেপি সূত্রে। আর সেই জায়গা থেকেই অধিকারী পরিবার নিয়ে চড়তে শুরু করেছে জল্পনা।

কৃষক বিক্ষোভ নিয়ে চর্চা হলিউড-ইউরোপে! গ্রেটা-রিহানাদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ভারতেরকৃষক বিক্ষোভ নিয়ে চর্চা হলিউড-ইউরোপে! গ্রেটা-রিহানাদের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ভারতের

{quiz_500}

English summary
West Bengal Assembly Election 2021,Dibyendu Adhikari may go to Delhi on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X