For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর গড়ে তৃণমূলের প্রচারে ঝড় তুললেন আরও এক 'অধিকারী', চমক অব্যাহত

  • |
Google Oneindia Bengali News

নন্দীগ্রাম এই মুহূর্তে বাংলার ভোটের লড়াইয়ের এপিসেন্টার। মূলত কলকাতা থেকে ১৩৪ কিলোমিটার দূরের এই এলাকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচেন ফোকাসে। সেই জায়গা থেকে শুভেন্দু বনাম মমতার ডুয়েল ঘিরে পারদ চড়ছে গোটা বাংলায়। আর সেই শুভেন্দু অধিকারীরার জেলায় প্রচারে ঝড় তুললেন আরও এক অধিকারী।

অধিরকারী গড়ে অধিকারীর প্রচার

অধিরকারী গড়ে অধিকারীর প্রচার

মূলত, পূর্ব মেদিনীপুরকে শুভেন্দু থেকে শিশির অধিকারীদের এলাকা বলেই বহু বছর ধরে অনেকেই চিহ্নিত করে। সেই শিশির অধিকারী যাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তুঙ্গে রয়েছে। এদিকে, শুভেন্দুর ভাই দিব্যেন্দু কয়েকদিন আগেই নন্দীগ্রাম দিবসে তৃণমূলের সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন। সেই অধিকারীগড়ে এবার ভোট প্রচারে এলেন দীপক অধিকারী। যাঁকে বাংলা দেব বলে চেনে! অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব।

শুভেন্দুর গড়ে প্রচারে ঝড়

শুভেন্দুর গড়ে প্রচারে ঝড়

শুভেন্দু অধিকারীর গড়ে মহিষাদল, খেজুরি, ভগবানপুরে প্রচারে গতকাল দেখা গিয়েছে দেবকে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম যখন রাজনৈতিকভাবে উত্তপ্ত, তখন জেলার এক প্রান্তে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় প্রচারে ঝড় তোলেন দেব। তৃণমূলের প্রচারে স্টার চমক ছিল দেবের রোডশো ঘিরে। যখন পূর্বে মেদিনীপুরে তাঁরই দলের নেতারা এসে বিজেপিনেতা শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তখন দেবের প্রচারে ছিল শুধুই তৃণমূলের কথা। আর এভাবেই নিজের 'চমক' ধরে রাখলেন দেব।

 দেব ও টার্গেট বিজেপি

দেব ও টার্গেট বিজেপি

আর আগেই মেদিনীপুরের বুকে আরও এক সভা থেকে প্রচারের পারদ তুঙ্গে রেখে দেব সাফ বার্তায় জানিয়েছিলেন যে, ধর্ম নিয়ে যাঁরা খেলা করেন , বাংলায় তাঁদের খেলা শেষ হবে। বাংলায় ধর্ম নিয়ে রাজনীতির কোনও যোগ নেই।

শুভেন্দুর গড়ে দেব-দর্শন

শুভেন্দুর গড়ে দেব-দর্শন

দেব চিরকালই নিজের ঠান্ডা মাথার রাজনৈতিক বক্তৃতার জন্য পরিচিত। কোনও আগ্রাসী মন্তব্যে এযাবৎকালে উস্কানিমূলক বার্তা দেব দেননি। আর এটাই দেবের রাজনৈতিক দর্শন ও সৌজন্য বলে মনে করে একাধিক মহল। সেই জায়গা থেকে পূর্ব মেদিনীপুরের বুকে দাঁড়িয়েও নিজের ইউএসপি ধরে রেখে দেব একটিও বাক্য শুভেন্দু অধিকারিকে নিয়ে এদিন খরচ করেননি নিজের ভাষণে। এক বেসরকারি সংবাদমাধ্যমের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেব জানিয়েওছেন যে প্রতিপক্ষের পরিবার বা কাউকে ব্যক্তিগত কটাক্ষ, আক্রমণে বিশ্বাসী তিনি নন। আৎ এই জায়গা থেকেই বাংলরা রাজনীতির চরম উত্তাপেও দেব নিজের মূল্যবোধে কায়েম থেকেছেন।

English summary
West Bengal Assembly Election 2021, Dev Campaigns in Suvendu Adhikari's district East Midnapore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X