For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির অন্দরে কোন্দলকে হাতিয়ার করে মোদীকে বড় চ্যালেঞ্জ ডেরেকের

বিজেপির অন্দরে কোন্দলকে হাতিয়ার করে মোদীকে বড় চ্যালেঞ্জ ডেরেকের

  • |
Google Oneindia Bengali News

বিজেপির হাইভোল্টেজ প্রার্থী তালিকা ঘোষিত। সেখানে একের পর এক হেভিওয়েটের নাম প্রকাশ্যে এসেছে। তালিকায় জায়গা পেয়েছেন মুকুল রায়। এদিকে তার আগে পুরুলিয়ার সভা থেকে মোদী এদিন মমতাকে তাক করে একের পর এক কটাক্ষবাণ ছুঁড়ে দিয়েছেন। যাঁর সঙ্গেই ছিল প্রবল তোপ। এদিকে মোদীকে একহাত নিলেন তৃণমূলের ডেরেক।

তৃণমূলের তরফে ডেরেকের চ্যালেঞ্জ

তৃণমূলের তরফে ডেরেকের চ্যালেঞ্জ

এদিন, পুরুলিয়ায় নরেন্দ্র মোদী সভা করার পর ডেরেক ও ব্রায়ান তাঁকে একের পর এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। মোদী পুরুলিয়ার সভা থেকে দাবি করেন, মমতা হারার ভয়ে রাজ্যে একাধিক চমক দিচ্ছেন। এমনকি মোদী বলেন, ৭ মার্চ তাঁর ব্রিগেড সভার পর থেকে পাল্টে গিয়েছেন মমতা। আর এটা তাঁর হারের পরিচয়। এরপরই ডেরেক মোদীকে চ্যালেঞ্জ করে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম বলতে বলেন। উল্লেখ্য, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করলেও, এখনও জানায়নি তার দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম।

সুণিপুণ টার্গেট ডেরেকের

সুণিপুণ টার্গেট ডেরেকের

এদিন পুরুলিয়ায় মোদীর সভার পর তাঁকে একহাত নিতে ছাড়েননি তৃণমূলের ডেরেক ও ব্রায়ান। তাঁর চ্যালেঞ্জ মোদীকে বলতে হবে বাংলার জন্য তাঁদের
মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম। ডেরেক নিজেই বলেন, 'আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আপনারা একজনের নামও বলতে পারবেন না? জানেন কেন? কারণ আপনারা যদি A এর নাম নেন, তাহলে B,C বিক্ষোভ দেখাবে। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে আপনার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম বলুন।'

 বিজেপির অন্দরে কোন্দল!

বিজেপির অন্দরে কোন্দল!

এদিকে, বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই ব্যাপক কোন্দল দেখা দেয়। জানা গিয়েছে, চৌরঙ্গীর প্রার্থী হিসাবে ঘোষিত শিখা মিত্র নিজে জানিয়েছেন তিনি প্রার্থী হতে চাননা। যা নিয়ে প্রার্থী তালিকা ঘোষণার পর বিব্রত বিজেপি।

গোষ্ঠী কোন্দল চরমে

গোষ্ঠী কোন্দল চরমে

এদিকে, গতবারে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই প্রবল কোন্দল রাজ্যে। এই প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে বিজেপির হেস্টিংস অফিসে প্রার্থীদের নাম বদল ঘিরে বহুবার বিক্ষভ ফেটে পড়েন কর্মীরা। এর আগে বহু জায়গায় আদি বনাম নব্য বিজেপির সংঘাত দেখা গিয়েছে। র ঠিক এই জায়গা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন ডেরেক।

বিজেপিতে যোগ দেওয়ার সময় ছিল শর্ত! রাখল দল, সুজিত-সব্যসাচী লড়াই দেখবে বিধাননগরবাসী বিজেপিতে যোগ দেওয়ার সময় ছিল শর্ত! রাখল দল, সুজিত-সব্যসাচী লড়াই দেখবে বিধাননগরবাসী

English summary
West Bengal Assembly Election 2021, Derek Obrien Challenges Modi over BJP's CM candidate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X