For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় ভোটের প্রচারে কংগ্রেসের ৩০ স্টার ক্যাম্পেনার, প্রিয়াঙ্কা, রাহুল, বামেদের প্রচারেও কী থাকবেন তাঁরা?

বাংলায় ভোটের প্রচারে কংগ্রেসের ৩০ স্টার ক্যাম্পেনার, প্রিয়াঙ্কা, রাহুল, সোনিয়া, বামেদের প্রচারেও কী থাকবেন তাঁরা?

Google Oneindia Bengali News

বাংলায় ভোটের প্রচারে এবার কোমর কষল কংগ্রেস। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলায় ভোটের প্রচারে আসবেন কংগ্রেসের প্রথম সারির নেতারা। তালিকায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ছাড়াও থাকছেন শচীন পাইলট, সিধু, অভিজিৎ মুখোপাধ্যায়,মহম্মদ আজহারউদ্দিন। আসবেন প্রিয়াঙ্কা গান্ধীও। বাংলার দিকে যাতে নজর দিতে পারেন সেকারণে অধীর চৌধুরীর দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। তাঁকে লোকসভার দলনেতার পদ থেকে অব্য হতি দেওয়া হয়েছে।

বাম-কংগ্রেস একজোট

বাম-কংগ্রেস একজোট

একুশের ভোটে তৃণমূল-বিজেপিেক পরাস্ত করতে হাত মিলিয়েছে বাম কংগ্রেস। তাঁদের জোটে সামিল হয়েছেন আব্বাস সিদ্দিকির দল আইএসএফও। তাঁরা সম্মিলিত ভাবেই একুশের ভোটে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে। আব্বাসের দলকে জোটে নেওয়ার মুলে রয়েছে সংখ্যালঘু ভোটের সমীকরণ। কারণ এবারে হিন্দু ভোট কেটে নিয়ে যাবে বিজেপি। তাই বাম, কংগ্রেস, তৃণমূল তিন দলেরই নজর রয়েছে সংখ্যালঘু ভোটের উপর।

কংগ্রেসের তারকা ক্যাম্পেনার

কংগ্রেসের তারকা ক্যাম্পেনার

একুশের ভোটে এবার প্রচারে কোমর কষছে কংগ্রেস। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারকা নেতাদের বাংলার ভোেটর প্রচারে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে। ৩০ জন তারকা ক্যাম্পেনার আসবেন কংগ্রেসের হয়ে প্রচারে। তালিকায় নাম রয়েছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মনমোহন সিং, শচীন পাইলট, অশোক গেহলট,কমলনাথ, নভোজ্যোৎ সিংসিধু, মল্লিকার্জুন খাড়গে, সলমন খুরশিদ,রণদীপ সুরজেওয়ালা সহ একাধিক প্রথম সারির নেতা।
প্রচারের তালিকায় স্পষ্ট নবীন থেকে প্রবীণ সব ভোটারের মন জয়েই ক্যাম্পেনারদের নাম রাখা হয়েছে।

বামেদের হয়ে কী প্রচার করবেন তাঁরা

বামেদের হয়ে কী প্রচার করবেন তাঁরা

ব্রিগেড সমাবেশে রাহুলের উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি। আইএসএফের সঙ্গে আজন নিয়ে জটে জড়িয়েছিলেন অধীর। শেষ পর্যন্ত সোনিয়ার হস্তক্ষেপে সমাধা হয়। কাজেই জোটের প্রার্থীদের প্রচারেও কী দেখা যাবে কংগ্রেসের প্রথম সারির নেতাদের এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। অর্থাৎ সোনিয়া,রাহু, প্রিয়াঙ্কা, মনমোহন কি অশোক ভট্টাচার্য, শতরূপ ঘোষ, ঈশীদের হয়ে প্রচার করবেন। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বিজেপিকে টক্কর দেওয়াউ উদ্দেশ্য

বিজেপিকে টক্কর দেওয়াউ উদ্দেশ্য

বাংলার ভোটকে টার্গেট করে বিজেপির তারকা নেতাদের বাংলায় আনা গোনা বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীষ অমিত শাহ তো রয়েইছেন। তালিকায় রয়েছেন যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, রাজনাথ সিংরাও। বাংলায় জেলায় জেলায় গিয়ে প্রচার করছেন তাঁরা। অলিতে গলিতে ঘুরছেন জেপি নাড্ডা নরোত্তম মিশ্ররা। তাই বিজেপিকে টক্কর দিতেই কংগ্রেসের এই কৌশল বলে মনে করা হচ্ছে।

নন্দীগ্রামই বেছে নেবে কে বাংলার ভবিষ্যৎ- মমতা ও শুভেন্দুর অগ্নিপরীক্ষা একুশেনন্দীগ্রামই বেছে নেবে কে বাংলার ভবিষ্যৎ- মমতা ও শুভেন্দুর অগ্নিপরীক্ষা একুশে

English summary
West Bengal Assembly Election 2021: Congress release 30 star campaigner list for Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X