For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের নতুন ৩৯ জনের প্রার্থী তালিকায় কারা জায়গা করে নিলেন, জল্পনা উড়িয়ে নাম নেই শিখা মিত্রের

  • |
Google Oneindia Bengali News

আরও ৩৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই প্রার্থী তালিকা ঘিরে অধীর শিবির বেশ কয়েকটি স্ট্র্যাটেজি সামনে এনেছে। সেখানে যেমন দেখা গিয়েছে অন্তত ১৬ টি জেতা আসনে তারা প্রার্থী পরিবর্তন করেছে, তেমনই কিছু গড় ধরে রাখতে তারা বিদায়ী বিধায়কদের ওপরেই ভরসা করেছে। একনজরে দেখা যাক, এই প্রার্থী তালিকা।

 নজরে উত্তর

নজরে উত্তর

নাগরাকাটায় সুখবীর সুবাব, কালিম্পং দিলীপ প্রধান, ইসলামপুর সাদিকুল ইসলাম, , গোয়ালপোখর মাসুদ নাসিম আহসান, কালিয়াগঞ্জ প্রভাস সরকার, কুমারগঞ্জ নার্গিস বানু চৌধুরী, রতুয়া নাজিমা খাতুন, মোথাবাড়ি মহম্মদ দুলাল শেখ। এদিকে, বৈষ্ণবনগরে আজিজুল হক, সামসেরগঞ্জে -মহম্মদ রেজাউল হক প্রার্থীপদ পেয়েছেন।

আরও কিছু আসনে নজর

আরও কিছু আসনে নজর

রঘুনাথগঞ্জে-আবদুল কাশেম বিশ্বাস, সাগরদিঘি শেখ হাসানুজ্জামান, মুর্শিদাবাদে নিয়াজুদ্দিন শেখ, খড়গ্রাম বিপদতারণ বাগদি, রেজিনগর, কাফিরুদ্দিন শেখ, হরিপাড়া মির আলমগির,। নওদা আসন থেকে প্রার্থী হয়েছেন মোসারেফ হোসেন মণ্ডল, কালীগঞ্জে আবদুল কাশেম। কৃষ্ণনগর উত্তরে সিলভি সাহা।

 রিজু ঘোষাল থেকে ধর্মেন্দ্র সাউরা কোথায়?

রিজু ঘোষাল থেকে ধর্মেন্দ্র সাউরা কোথায়?

শান্তিপুরে প্রার্থী ঋজু ঘোষাল, রানাঘাটে উত্তর পশ্চিমে বিজয়েন্দু বিশ্বাস, বাগদায় প্রবীর কীর্তনীয়া, বাদুড়িয়া আবদুস সাত্তার, ভাটপাড়া ধর্মেন্দ্র সাউ, নোয়াপাড়া শুভঙ্কর সরকার, পানিহাটি তাপস মদুমদার,বরাহনগর অমল কুমাক মুখোপাধ্যায়, বসিরহাট দক্ষিণ অমিত মজুমদার, কলকাতা আসনে প্রার্থী মহম্মদ মুখতার।

আগের প্রার্থী তালিকা ও বর্তমান প্রার্থী তালিকায় কোন চমক?

আগের প্রার্থী তালিকা ও বর্তমান প্রার্থী তালিকায় কোন চমক?

প্রসঙ্গত নতুন যে ৩৯ জনের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে তার আগেও কয়েক দফায় কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করে। ওই তালিকায় দেখা গিয়েছে কংগ্রেসের তরফে সেখানে দেখা গিয়েছে কংগ্রেসের কিছু জেতা আসনে বিদায়ী বিধায়কদের এবারেও প্রার্থী রেখেছে দল। সেক্ষেত্রে দার্জিলিং, ফাঁসিদেওয়া, মালদার চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, মানিকচক,মালদা নিজেদের দখলে রাখতে বিদায়ী বিধায়কদের ওপর ভরসা করছে কংগ্রেস। মুর্শিদাবাদের সুতি, রানিনগর, ভরতপুর বিধানসভা কেন্দ্রেও ছবিটা একই। আবার এই নতুন ৩৯ জনের তালিকায় ১৬ টি জেতা আসনে কংগ্রেস কিছু রদবদল করেছে।

নাম নেই শিখা মিত্রের, কলকাতার আসন একনজরে

নাম নেই শিখা মিত্রের, কলকাতার আসন একনজরে

কয়েকদিন আগে , বিজেপির প্রার্থীপদ সোমেন জায়া শিখা মিত্র প্রত্যাখ্যান করার পর তাঁর কাছে সোজা সোনিয়া গান্ধীর ফোন আসে বলে খবর। তারপর কংগ্রেস প্রকাশ করল ৩৯ জনের প্রার্থী তালিকা। সেখানে শিখা মিত্রের নাম নেই বলে দেখা গেল। ভবানীপুরে সাদাব খান, রাসবিহারী আশুতোষ চট্টোপাধ্যায়, চৌরঙ্গী সন্তোষকুমার ঠাকুর। এদিকে, জোড়াসাঁকো জনাব আদমল খান, পূর্বস্থলী দক্ষিণে অভিজিৎ ভট্টাচার্য।

English summary
West Bengal Assembly Election 2021, Congress publishes 39 More candidate list , know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X