For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবান্নে নীল সাদা থাকলেও গেরুয়া রেখা যে গাঢ় হবে বঙ্গে, প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতে সেই ইঙ্গিত স্পষ্ট

নবান্নে নীল সাদা থাকলেও গেরুয়া রেখা যে গাঢ় হবে বঙ্গে, প্রায় সব বুথ ফেরত সমীক্ষাতে সেই ইঙ্গিত স্পষ্ট

Google Oneindia Bengali News

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই নবান্ন কার হাতে তা স্পষ্ট হয়ে যাবে। শেষ দফার ভোটের দিনেইএকাধিক বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে। তাতে সিংভাগই তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে। তবে বিজেপির যে আসন সংখ্যা সম্ভাব্য হিসেবে প্রকাশ করা হয়েছে। তাতে সিঁদুরে মেঘ দেখার কথা কালীঘাটের। রাজ্যে গেরুয়া রঙের দাপট যে বাড়বে তা বুথ ফেরত সমীক্ষাতেই স্পষ্ট হয়ে গিয়েছে।

৮ দফার ভোট শেষ

৮ দফার ভোট শেষ

নরমে গরমেই শেষ হল বাংলার আট দফার নির্বাচন। গুলি থেকে গাড়ি ভাঙচুর, প্রার্থীদের মার, হেনস্থা,খুন, বোমাবাজি সবই ঘটেছে বঙ্গের রাজনীতিতে। গত তিন মাস ধরে ভোটের আবহে তপ্ত বাংলা। পাঁচ রাজ্যেই ভোট ছিল।তবে সর্বাধিক দফায় ভোট হয়েছে বাংলায়। তার কারণ িহসেবে কমিশন দাবি করেছিল বাংলার একাধিক রাজনৈতিক দল বেশি দফায় ভোট করানোর দাবি জানিয়েছিল। কারণ হিংসা।

নবান্নে সেই নীল ঝড়

নবান্নে সেই নীল ঝড়

একুেশর ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গোটা দেশ বাংলার দিকে তাকিয়ে রয়েছে। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই বলছে ফের তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে বাংলায়। শাসক দলের ভাষায় বলতে গেলে অর্থাৎ নবান্নে সেই হাওয়াই চটি। এপিবি সি ভোটার বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল কংগ্রেসকে দিয়েছে ১৬০ আসন। অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে তৃণমূল কংগ্রেস। চাণক্য তৃণমূল কংগ্রেসকে দিয়েছে ১৮০ আসন। আরও সহজ হবে সরকার গড়। বিজেপিকে আবার ১৭০ দিয়েছে তারা। আবার অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং পোল স্ট্র্যাট তৃণমূল কংগ্রেসকে ১৪২-১৫২ আসন দিয়েছে। আর বিজেপিকে দিয়েছে ১৪৭ আসন। প্রত্যেক ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সরকার গড়ার পথ সুগম রয়েছে বুঝিয়ে দিয়েছে এক্সিট পোল।

মমতা-শুভেন্দুদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বহু এক্সিট পোলে পাল্লা ভারী তৃণমূলের, দিদির পক্ষে যাচ্ছে কোন ফ্যাক্টরমমতা-শুভেন্দুদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বহু এক্সিট পোলে পাল্লা ভারী তৃণমূলের, দিদির পক্ষে যাচ্ছে কোন ফ্যাক্টর

বিজেপির আসন সংখ্যা বাড়বে

বিজেপির আসন সংখ্যা বাড়বে

সবকটি এক্সিট পোলেই বিজেপির আসন সংখ্যা গতবারের চেয়ে অনেকটাই বেড়েছ। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাই বলছে বিজেপি ১৪০ থেকে ১৫২ আসন দেওয়া হয়েেছ। ২৯৪ আসনের বিধানসভা আসনের ম্যািজক ফিগার কিন্তু ১৪৭। কাজেই বিজেপি যদি ১৩৫ থেকে ১৪০ আসন পায় তাহলে চাপ বাড়বে শাসক দল তৃণমূল কংগ্রেসের। সরকার গড়তে না পারলেও তৃণমূল কংগ্রেসের ঘাড়ে শ্বাস ফেলবে গেরুয়া শিবির।

তৃণমূলের চাপ বাড়বে

তৃণমূলের চাপ বাড়বে

একাধিক বুথ ফেরত সমীক্ষায় দেখা গিয়েছে বিজেপির আসন সংখ্যা বৃদ্ধির নেপথ্যে রয়েছে আম্ফান পরিস্থিতি। বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আম্ফান ঝড়। উত্তরবঙ্গের সিংহভাগ অংশ হাতছাড়া হবে তৃণমূল কংগ্রেসের। মেদিনীপুরের ৩৫ আসনেরও চাপ রয়েছে শাসক দলের। মালদা , মুর্শিদাবাদ নিয়েও তেমন আশা নেই।

English summary
West Bengal Assembly Election 2021: BJP will make a strong amount of seats in Bengal even TMC win the election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X