For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি বাংলায় এলে ধর্মান্তকরণ নিয়ে কোনপথে হাঁটবে! ফের নরোত্তমের বার্তায় ভোট-ফ্যাক্টর ঘিরে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

তাঁরা ডাক দিয়েছেন 'সোনার বাংলা' গড়ার। আর মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, 'সোনার বাংলা তৈরি হয়ে গিয়েছে' আর কিছু বাকি নেই। এমন এক টানাপোড়েনের পরিস্থিতিতে বিজেপির তরফে রাজ্যে ভোটের কাজ তদারকিতে এসেছেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। আর এসেই তিনি মুখ খুলেছেন একাধিক বিষয়ে।

ধর্মান্তরকরণ প্রসঙ্গে বিজেপি

ধর্মান্তরকরণ প্রসঙ্গে বিজেপি

আগেও রাজ্যে এসে নরোত্তম মিশ্র ধর্মার্নতর বিরোধী আইন চালুর কথা ঘোষণা করেছিলেন। এবার ফের একবার সেই অবস্থানেই অনড় থেকে বার্তা দিলেন নরোত্তম মিশ্র। তিনি ফের একবার মধ্যপ্রদেশে এই আই চালু হওয়ার পর বাংলার বুকেও সেই একই আইন চালু করা হবে বলে বার্তা দিয়েছেন। আর বারংবার এই বার্তা থেকে একাধিক ফ্যাক্টর সামনে আসছে।

নরোত্তমের বার্তায় কোন

নরোত্তমের বার্তায় কোন


প্রসঙ্গত, বিজেপি নেতা নরোত্তম মিশ্রর বারবার একই বক্তব্যে জোরালো সওয়াল, ও তাকে সমর্থন করে বঙ্গবিজেপির তরফে দিলীপ ঘোষের সমর্থন থেকে প্রকট যে, বাংলায় সম্পূর্ণ মেরুকরণের ভোটই চাইছে বিজেপি। আর তার হাত ধরে হিন্দু ভোট নিশ্চিত করে এগিয়ে যেতে চাইছে তারা।

ধর্মান্তরকরণ ও বিজেপি

ধর্মান্তরকরণ ও বিজেপি

ধর্মান্তকরণ বিরোধী আইন নিয়ে বিজেপি শাসিত একাধিক রাজ্য ক্রমাগত মত প্রকাশ করতে থাকে। উত্তর প্রদেশ থেকে মধ্যপ্রদেশে এই আইন চালুর পথে হাঁটে রাজ্য সরকারগুলি। এরপর তারা বাংলাতেও সেই আইন চালু করতে চায়। যা নিয়ে সরব হয়েছিলেন বাংলার বিরোধীরা।

বঙ্গে বিরোধীরা কী বলছে?

বঙ্গে বিরোধীরা কী বলছে?

এদিকে, বঙ্গে এই ঘটনার বিরোধিতা করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের তরফে জানিয়েছেন, বিজেপির হাতে শাসন ক্ষমতার অর্থ হল মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হবে। ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক ব্যবস্থা সব কিছুই অন্ধকারের গ্রাসে চলে যাবে। একই সুরে প্রদীপ ভট্টাচার্য বলেন, ধর্মান্তরকরণ নিয়ে বিজেপির দাবি ও আইন বেআইনি সংবিধান অনুযায়ী।

English summary
West Bengal Assembly election 2021 , BJP leader Narottom mishra lauds for anti conversion law in bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X