For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় বিজেপি 'কালো টাকা দিয়ে ঘোড়া কেনাবেচা করছে'! দলবদল নিয়ে হেভিওয়েটের বক্তব্যের পাল্টা জবাব পদ্ম শিবিরের

বাংলায় বিজেপি 'কালো টাকা দিয়ে ঘোড়া কেনাবেচা করছে'! দলবদল নিয়ে হেভিওয়েটের বক্তব্যের পাল্টা জবাব পদ্ম শিবিরের

  • |
Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গের রাজনীতি ক্রমাগত জাতীয় রাজনীতির দৃষ্টি আকর্ষণ করে চলেছে। এমন এক পরিস্থিতিতে মমতার পাশে দাঁড়ানোর চেয়েও বিজেপি বিরোধিতার ট্রেন্ড একাধিক বিপক্ষ শিবিরের পার্টির। ২০২১ নির্বাচনে বাংলায় দলবদল একটি বড় ইস্যু হয়ে উঠেছে, এবার সেই ইস্যুতেই সরব এক হেভিওয়েট।

ঘোড়া কেনা বেচা ও বিজেপি

ঘোড়া কেনা বেচা ও বিজেপি

প্রসঙ্গত, কর্ণাটক রাজনীতিতে বিগত সময়ে পারদ চড়িয়ে কংগ্রেসের সরকার পড়ে গিয়েছিল। সেই সময় অভিযোগ ওঠে, কংগ্রেস বিধায়কদের ঘরে তুলতে ঘোড়া কেনাবেচার নিপুণ খেলা খেলেছে বিজেপি। এর হাত ধরেই বিধা.কদের রিসর্চে রেখে অন্য দলের হাত থেকে সুরক্ষিত রাখার অভিনব পন্থাও ভারতীয় রাজনীতি দেখেছে। এদিকে, বাংলার ভোটের আগে একের পর এক হেভিওয়েট বাঙালি নেতার দলবদল নিয়ে এবার মুখ খুলেছেন হেভিওয়েট কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং।

'টাকার খেলা '!

'টাকার খেলা '!

বাংলায় তৃণমূল বিধায়কদের দলবদল নিয়ে মন্তব্য করতে গিয়ে দিগ্বিজয় সিং বলেন, ' এই সমস্তটাই টাকার খেলা। বিজেপি প্রচুর কালো টাকা জোগাড় করেছে, আর তা দিয়ে ঘোড়া কেনা বেচা করছে।' তাঁর অভিযোগ সমস্ত কিছুই বিজেপি টাকার বিনিময়ে করছে।

পাল্টা তুলোধনা বিজেপির

পাল্টা তুলোধনা বিজেপির

' আপনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন (মধ্যপ্রদেশ) তখন আপনি ১৯৯৫ সালে খাজুরাহোর হোটেলে কি কী কিনছিলেন গুজরাতের বিজেপি সরকারকে ফেলে দেওয়ার জন্য? আপনার কালো টাকাকে তো চারণভূমি বানিয়ে রেখেছেন।' ঠিক এই বক্তব্যে বিজেপির তরফে সরোজ পাণ্ডে তোপ দাগেন দিগ্বিজয়কে।

 দিগ্বিজয়ের জোরালো তোপ

দিগ্বিজয়ের জোরালো তোপ

এদিকে, দিগ্বিজয় সিং সাফ ভাষায় জানান, 'আগে পশুরা যেভাবে বিক্রি হত মান্ডিতে, এখন বিধায়করা সেভাবে বিক্রি হন'। আর তাঁর এমন বক্তব্যেই রীতিমতো ক্ষুব্ধ বিজেপি।

 বিহারে সরকার নিয়ে কংগ্রেস নেতার দাবি

বিহারে সরকার নিয়ে কংগ্রেস নেতার দাবি

এদিকে, বিহারের সরকার বেশিদিন মসনদে থাকবে না, বলে জানান, দিগ্বিজয় সিং। তাঁর দাবি, নীতীশ কুমারও এবার বিজেপির থেকে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করবেন।

শুভেন্দু অধিকারীর ডাক এবার রাজ্যের দুইমন্ত্রীকে! তৃণমূলকে ভাঙতে কলকাতার সঙ্গে হাওড়াকেও নিশানাশুভেন্দু অধিকারীর ডাক এবার রাজ্যের দুইমন্ত্রীকে! তৃণমূলকে ভাঙতে কলকাতার সঙ্গে হাওড়াকেও নিশানা

English summary
West Bengal Assembly Election 2021,BJP involved in horse-trading in West Bengal alleges Digvijay
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X