For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার জন্যই দিলেন ইস্তফা! শোভনদেবকে রাজ্যসভায় পাঠিয়ে 'প্রতিদান' দেবেন মমতা?

ভবানীপুর বিধাসভা আসনের বিধায়ক পদ ছাড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবারই তিনি বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে গিয়ে পদত্যাগ করেন তিনি। তৃণমূল সূত্রে খবর, এই আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

ভবানীপুর বিধাসভা আসনের বিধায়ক পদ ছাড়লেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুক্রবারই তিনি বিধানসভায় গিয়ে অধ্যক্ষের কাছে গিয়ে পদত্যাগ করেন তিনি। তৃণমূল সূত্রে খবর, এই আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছে তাঁকে। কিন্তু এরপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করছেন তিনি। নিয়ম অনুযায়ী ছয়মাসের মধ্যে বিধায়ক হিসাবে জিতে আসতে হবে তাঁকে। জানা যাচ্ছে, তাঁর পুরানো কেন্দ্র ভবানীপুর থেকেই ফের লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার মুখ্যমন্ত্রী থাকাটা জরুরি

মমতার মুখ্যমন্ত্রী থাকাটা জরুরি

শোভনবাবু বলেন, ' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৬ মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে আসতে হবে। তাঁর নিজের কেন্দ্র থেকে আমি জিতেছিলাম। আর মমতার মুখ্যমন্ত্রী থাকাটা আমাদের ও আমাদের দলের অস্বতিত্বের প্রশ্ন। সেই প্রশ্ন যখন সামন এসেছে, তখনই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।' তিনি আরও জানান, রাজনৈতিক কেরিয়ারের শুরুর দিকে তিনি বারুইপুর কেন্দ্র থেকে লড়েছিলেন, তখন ওই কেন্দ্র চিনতেন না তিনি। পরে তাঁকে রাসবিহারী কেন্দ্রে টিকিট দেওয়া হয়। আর এবার ভবানীপুর। কোনোদিনই প্রতিবাদ করেননি বলে উল্লেখ করেন শোভনদেব। তিনি বলেন, 'এর জন্য কোনও আক্ষেপ নেই। আমি দলের দীর্ঘদিনের অনুগত সৈনিক।' তাঁর রাজনৈতিক ভবিষ্যত কী হবে, সে ব্যাপারে মমতা সিদ্ধান্ত নেবেন বলে উল্লেখ করেন তিনি।

রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়েও জল্পনা

রাজ্যসভার প্রার্থী হওয়া নিয়েও জল্পনা

অন্য দিকে, তৃণমূল সূত্রে খবর, শোভনদেবকে খড়দা কেন্দ্র প্রার্থী করার বিষয়ে ভাবনা চিন্তা করছিল দল। কিন্তু বিধান পরিষদ ৬ মাসে তৈরি সম্ভব নয়। তাই অমিত মিত্রকে সম্ভবত সেখানে থেকে দাঁড় করানো হবে। সে ক্ষেত্রে শোভনদেবকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা রয়েছে। তাঁর ছেলে সায়নদেব কে পুরসভা ভোট দাঁড় করানো হবে বলেও দলের তরফে ওই বর্ষীয়ান নেতার কাছে বার্তা গিয়েছে। উল্লেখ্য, দীনেশ ত্রিবেদী এবং মানস ভুঁইয়া দুটি রাজ্যসভার আসন ফাঁকা হয়েছে। সেখানের একটিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

বিজেপিকে অনায়াসেই হারিয়েছিলেন শোভনদেব

বিজেপিকে অনায়াসেই হারিয়েছিলেন শোভনদেব

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে অনায়াসেইএই কেন্দ্রে হারিয়েছিলেন শোভন। তারপরে জানা গিয়েছে আজ বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তিনি। শোভন দেবের এই ইস্তফার মধ্যে নতুন সমীকরণ রয়েছে বলে মনে করা হচ্ছে।

ভবানীপুরে ফের মমতা

ভবানীপুরে ফের মমতা

নন্দীগ্রামে হেরেও মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন অনুযায়ী ৬ মাসের মধ্যে তাঁকে বাংলার কোনও একটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে আসতে হবে। তাই শোভনদেব চট্টোপাধ্যায়ের বিধায়ক পদ থেকে ইস্তফার খবর মমতা বন্দ্যোপাধ্যায় কোন কেন্দ্রে প্রার্থী হবেন তার জল্পনা বাড়িয়ে দিয়েছে। কারণ ভবানীপুর কেন্দ্র থেকেই বারবর জিতে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই কেন্দ্রেরই ভোটার তিনি। তাই আবারও এই কেন্দ্র থেকেই প্রার্থী হতে িজতে আসতে চান। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

English summary
west bengal assembly election 2021 bhawanipur mla sovandeb chatterjee to resign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X