For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলগুলির সম্পত্তির পরিমাণ নিয়ে রিপোর্ট প্রকাশ্যে

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে বিজেপি ও তৃণমূল সহ রাজনৈতিক দলগুলির সম্পত্তির পরিমাণ নিয়ে রিপোর্ট প্রকাশ্যে

  • |
Google Oneindia Bengali News

দেশের জাতীয় রাজনৈতিক দলগুলির মোট সম্পত্তি যা ছিল তার থেকে ৫৪ শতাংশ বেশি ছিল বিজেপির সম্পত্তি। 'অ্যাসোসিয়েশান ফর ডেমোক্রেটিক রিফর্ম' এর একটি রিপোর্টে যে পরিসংখ্যান এসেছে তাতে অমনই তথ্য উঠে আসছে। প্রসঙ্গত এই পরিসংখ্যান ২০১৮-২৯০১৯ সালের আর্থিক বর্ষের। অর্থাৎ সময়কাল গত লোকসভা নির্বাচনের কিছুটা আগের।

 বিজেপির সম্পত্তির পরিমাণ

বিজেপির সম্পত্তির পরিমাণ

আয়কর রিটার্ন সহ একাধিক নথি বিশ্লেষণ করে বৃহস্পতিবার এডিআরেয়র রিপোর্টে জানানো হয়েছে বিজেপির সম্পত্তির পরিমাণ ছিল ২৯০৪ কোটি টাকা। তা ছিল ২০১৮-১৯ সালে। যা বাকি জাতীয় রাজনৈতিক দলগুলির থেকে ৫৪.২৯ শতাস বেশি। এরপরই রয়েছে কংগ্রেসের স্থান।

 কংগ্রেস দ্বিতীয়স্থানে

কংগ্রেস দ্বিতীয়স্থানে

দেখা গিয়েছে, সম্পত্তির পরিমাণের ভিত্তিতে ২০১৮-১৯ আর্থিকবর্ষে সবচেয়ে বেশি সম্পত্তি সম্পন্ন জাতীয় রাজনৈতিক দলগুলির তালিকায় দ্বিতীয়স্থানে কংগ্রেস। কংগ্রেসের সম্পত্তির পরিমাণ তখন ছিল ৯২৮.৮৪ কোটি টাকা। যা সমস্ত রাজনৈতিক দলের মোট সম্পত্তির ১৭.৩৬ শতাংশ।এরপরই রয়েছে মায়াবতীর বিএসপি। যার দখলে ছিল ৭৩৮ কোটি টাকা। যা সমস্ত রাজনৈতিক দলের ১৩,৮০ শতাংশ।

তৃণমূলের আর্থিক অবস্থা কেমন ছিল?

তৃণমূলের আর্থিক অবস্থা কেমন ছিল?

দেখা যাচ্ছে তৃণমূলের সম্পত্তির পরিমাণ সেক্ষেত্রে অনেকটাই কম। দেখা যাচ্ছে তৃণমূলের সম্পত্তির অঙ্ক ২০১৮-১৯ সালের আর্থিক বর্ষে ২১০ কোটির আশপাশে ছিল। আঞ্চলিক দলের মধ্যে সমাজবাদী পার্টি সবচেয়ে বেশি সম্পত্তির মালিক। তারা ৫৭২ .২১ কোটি টাকার অধিকারী ছিল ২০১৮-১৯ সালে।

 বামেদের সম্পত্তি বিষয়ক অঙ্ক

বামেদের সম্পত্তি বিষয়ক অঙ্ক

রিপোর্ট বলছে, দেখা যাচ্ছে সিপিএমের সম্পত্তির পরিমাণ ২০১৮-১৯ সালে ৫১০ কোটি ছিল। অন্যদিকে, সবচেয়ে কম সম্পত্তি ছিল সিপিআইয়ের। তাদের দখলে ২৪.৮৭ কোটি টাকা ছিল।

বিজেপি , কংগ্রেসের দেনা কত?

বিজেপি , কংগ্রেসের দেনা কত?

রিপোর্ট বলছে, কংগ্রেসের ঘারে সেই বছর দেনা বা বকেয়ার অংশ ছিল ৭৮ কোটি টাকা। বিজেপির দেনা ছিল ৩৭ কোটি টাকা। তবে সমস্ত হিসেবই ২০১৮-১৯ আর্থিক বর্ষের।

পাহাড়ে গোর্খা কাঁটায় বিদ্ধ ঘাসফুল! বিনয় বনাম বিমলের লড়াইয়ে ফেঁসে তৃণমূলপাহাড়ে গোর্খা কাঁটায় বিদ্ধ ঘাসফুল! বিনয় বনাম বিমলের লড়াইয়ে ফেঁসে তৃণমূল

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
West Bengal assembly election 2021, Asset details of BJP and Trinamool congress reveals new report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X