For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে নিয়ে মুখ খুললেন আসাদউদ্দিন! একুশের ভোটের আগে নিজের অবস্থান নিয়ে জোরালো বার্তা মিম প্রধানের

মমতাকে নিয়ে মুখ খুললেন আসাদউদ্দিন! একুশের ভোটের আগে নিজের অবস্থান নিয়ে জোরালো বার্তা মিম প্রধানের

  • |
Google Oneindia Bengali News

ফুরফুরা শরিফে তাঁর আসা, আব্বাসের সঙ্গে তাঁর আলোচনা এবং তারপর আব্বাসের পার্টি লঞ্চ, এই সমস্ত ঘটনা পরম্পরার মাঝেই বাংলায় মুসলিম ভোটব্যাঙ্ক ও তার প্রেক্ষিতে মিম-আব্বাসদের ঝুলিতে কত শতাংশ ভোট যেতে পারে , তার অঙ্কে ব্যস্ত বাংলার একুশের ভোট ময়দান। এরই মাঝে নিজের বক্তব্য তুলে ধরলেন এআইএমএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

মমতাকে নিয়ে আসাদউদ্দিনের বার্তা

মমতাকে নিয়ে আসাদউদ্দিনের বার্তা

আসাদউদ্দিন ওয়েইসি এক সভায় জানান, 'যবে থেকে বাংলার ভোট ঘোষিত হয়েছে, তবে থেকে ব্যান্ড বাদা বারাত নামের এক পার্টি, যার আগে নাম ছিল কংগ্রেস বলতে শুরু করেছে যে আমরা বিজেপির বি টিম। মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলছেন। আমিই কি একা যাঁর সম্পর্কে এঁরা খালি বলে যাবেন?' এমনই বক্তব্য রেখে বাংলার ভোট আঙিনায় পারদ চড়িয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি।

 বাংলার ভোট ও অবস্থান স্পষ্ট

বাংলার ভোট ও অবস্থান স্পষ্ট

বাংলার ভোটে রণদামামা বাজার পরই আসাদউদ্দিনের মুখে শোনা গিয়েছিল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটের হাত ধরে বিজেপির জমি নষ্ট করতে চান। তাতে তৃণমূল আমল তো দেয়ইনি, বরং উল্টে মিমের থেকে একাধিক নেতা তৃণমূলে যোগ দেন। এরপর বাংলায় এসেছেন আসাদউদ্দিন। আব্বাস সিদ্দিকির সঙ্গে ভোট স্ট্র্যাটেজি নিয়েও হয়েছে কথা। আর সেই জায়গা থেকে আসাদউদ্দিন সাফ জানালেন, ' আমি কারোর নই, আমি জনতার' ।

অধীরের তোপ

অধীরের তোপ

প্রসঙ্গত, বিহারের ভোটের পর থেকেই আসাদউদ্দিনের পার্টিকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করতে দেখা যায় অধীর চৌধুরীকে। তাঁদের দাবি ছিল, বিহারের যে সীমান্ত এলাকায় কংগ্রেস শক্তিশালী ছিল সেখানেই আসাদ প্রার্থী রেখে বিজেপির হয়ে কংগ্রেসের মুসলিম ভোট কেটেছে। আর এরপরই ফুঁসে উঠেছিলেন আসাদউদ্দিন।

মিমের টার্গেট ও বাংলা

মিমের টার্গেট ও বাংলা

প্রসঙ্গত, মিম একুশের ভোটে বাংলায় মুর্শিদবাদ, মালদহকে টার্গেট করেছে। এছাড়াও ২৪ পরগনা , হুগলি, দিনাজপুরের কিছু এলাকায় রয়েছে নজর। এদিকে, বাংলার মাটিতে আব্বাস সিদ্দিকি নতুন পার্টি গড়ে ৫০ থেকে ৬০ টি আসনের দিকে নজর রেখেছেন। এমন অবস্থায় বিজেপির কণ্ঠেও মিমের কট্টর বিরোধিতা শোনা যাচ্ছে না। ফলে ক্রমাগত চড়ছে পারদ।

বুথে বুথে ঘুরে সারা বাংলায় পদ্ম ফোটাবেন! প্রথম দিনেই চ্যালেঞ্জ নিয়ে শুরু রাজীবের বুথে বুথে ঘুরে সারা বাংলায় পদ্ম ফোটাবেন! প্রথম দিনেই চ্যালেঞ্জ নিয়ে শুরু রাজীবের

English summary
West Bengal Assembly Election 2021, Asaduddin Owaisi says I belong to nobody but public
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X