For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার তৃণমূলের কার ঘরে সিবিআই নোটিস, অনুব্রতর বার্তায় কোন ইঙ্গিত

এবার তৃণমূলের কার ঘরে সিবিআই নোটিস, অনুব্রতর বার্তায় কোন ইঙ্গিত

Google Oneindia Bengali News

অভিষেক পত্নি রুজিরাতে দেড় ঘণ্টা জেরা করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। এবার সিবিআই তাঁকে নোটিস পাঠাতে পারে। বোলপুরে হিন্দিভাষীদের সম্মেলন থেকে বিজেপিকে খোঁচা বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। ভোট এলেই ইডি, সিবিআই, এনআইএ-র কথা মনে পড়ে বিজেপির। আমাকেও নোটিস ধরাতে পারে। নোটিস পড়লেই যাব। ইঙ্গিতমূর্ণ মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল। এর আগে ফিরহাদ হাকিমের মেয়েকেও সিবিআই নোটিস পাঠিয়েছে বলে খবর। বিজেপি রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ আক্রমণ শানিয়ে বলেছে সিবিআইকে নিয়ে এবার রাজনীতি করছে বিজেপি।

অভিষেক পত্নিকে সিবিআই জেরা

অভিষেক পত্নিকে সিবিআই জেরা

রবিবারই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। সোমবার তাঁর বাড়িতে গিয়ে জেরা করেন সিবিআইএের আধিকারিকরা। প্রায় দেড়ঘণ্টা ধরে চলে জেরা পর্ব। এই নিয়ে প্রবল রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে ভোটমুখী বাংলায়। তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি নষ্ট করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি এমনই অভিযোগ করেছে শাসক দল। কয়লাকাণ্ডে অভিষেক পত্নির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একাধিক আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ করা হয়েছে।

অনুব্রতর মন্তব্য

অনুব্রতর মন্তব্য

মঙ্গলবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে হিন্দিভাষীদের অনুষ্ঠানে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল কটাক্ষ করে বলেছেন এবার সিবিআই তাঁকেও তলব করতে পারে। অনুব্রতর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কয়লাকাণ্ড ব গরুপাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমাব্ডের বাড়িতে যদি সিবিআই হানা দিতে পারে তাহলে অন্য নেতাদের নোটিস পাঠানো তো আম বাত। অনুব্রত মণ্ডল কী সেই আশঙ্কাই করছেন। বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অবশ্য বলেছেন সিবিআই ডাকলে যাব।

নজরে অনুব্রতর গড়

নজরে অনুব্রতর গড়

একুশের ভোটের ঘুঁটির সাজানোর সময় থেকেই অনুব্রত-র গড়কে নজরে রেখেছে দিল্লির বিজেপি নেতারা। অমিত শাহ নিজে বোলপুরে গিয়ে রোড শো করেছেন। একের পর এক হেভিওয়েট বিজেপি নেতা বীরভূমে সভা করতে ছুটছেন। যোগী আদিত্যনাথ, রাজনাথ সিং, স্মৃতি ইরানি একের পর এক সভা করেছেন বীরভূমে। ইতিমধ্যেই অনুব্রতকে টক্কর দিতে ফের কালোসোনা মণ্ডলকে ফিরিয়ে এনেছে বিজেপি। একুশের ভোটের আগে ফের সক্রিয় হয়ে উঠেছে কালোসোনা মণ্ডল।

খেলা হবে স্লোগান

খেলা হবে স্লোগান

অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান ইতিমধ্যেই ছড়িয়ে বড়েছে বাম-বিজেপি শিবিরেও। যদিও খেলা হবে স্লোগানে শাসক দল ভয়ঙ্কর বার্তা দিচ্ছে অভিযোগ করে রাজভবনে নালিশ ঠুকেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন খেলা হবে স্লোগানের মাধ্যমে রক্তক্ষয়ী ভোটের ইঙ্গিত দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন রাজীব।

একুশের ভোটে বিজেপির আশঙ্কা বাংলার ভবিষ্যৎ নিয়ে, নতুন জল্পনা উসকে দিলেন কৈলাশএকুশের ভোটে বিজেপির আশঙ্কা বাংলার ভবিষ্যৎ নিয়ে, নতুন জল্পনা উসকে দিলেন কৈলাশ

English summary
West Bengal assembly election 2021: Anubrata Mandal claimed CBI may issue notice to him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X