For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রাজ্যে আসছেন অমিত শাহ, এবার টার্গেট কলকাতা, রাজপথের প্রচারে নয়া রণকৌশল বিজেপির

ফের রাজ্যে আসছেন অমিত শাহ, এবার টার্গেট কলকাতা, রাজপথের প্রচারে নয়া রণকৌশল বিজেপির

Google Oneindia Bengali News

ফের বাংলায় আসছেন অমিত শাহ। বিজেপির চাণক্যের এবারের টার্গেট কলকাতা শহর। উত্তর কলকাতার কথা মাথায় রেখে এবার সাজানো হয়েছে অমিত শাহের রাজ্য সফরের কর্মসূচি। সূত্রের খবর এবার কাঁকুড়গাছিতে রোড শো করবেন অমিত শাহ। মূলত অবাঙালি ভোটারদের টার্গেট করেই রোড শোয়েক জায়গা বাছাই করেছে বিজেপি। কাঁকুড়গাছি, ফুলবাগান এবং উল্টোডাঙার সিংহভাগ জু়েড় রয়েছে অবাঙালি ভোটাররা। সেই অবাঙালি ভোটারদের টার্গেট করেই এবারের রাজনৈতিক রণকৌশলে শান দিচ্ছেন দিলীপ ঘোষরা।

ফের রাজ্য সফরে অমিত শাহ

ফের রাজ্য সফরে অমিত শাহ

ফেব্রুয়ারির প্রথমের দিকেই রাজ্য সফরে এসেছিলেন তিনি। এক মাসও কাটেনি তারমধ্যেই ফের বাংলা সফরে আসছেন তিনি। এবারে অমিত শাহের নজরে শহর কলকাতা। কলকাতায় এবার রোড শো করবেন তিনি। মূলত উত্তর কলকাতা কেন্দ্রীক হবে শাহের প্রচার অভিযান। কাঁকুড়গাছিতে রোড শো করার কথা তাঁর। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিেজপি।

অবাঙালি ভোটার টার্গেট

অবাঙালি ভোটার টার্গেট

এবার শাহের রাজ্য সফরের মূল টার্গেটে রয়েছে অবাঙালি ভোটার। সেকারণেই উত্তর কলকাতার অবাঙালি প্রভাবিত এলাকায় প্রচার করবেন তিনি। কাঁকুড়গাছি, ফুলবাগান, মানিকতলা মূলত অবাঙালি ভোটারদের বাস। সেকারণেই কাঁকুড়গাছিতে রোড শো করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লোকসভা ভোটেও উত্তর কলকাতায় বিজেপি বেশি ভোট পেয়েছিল। সেকথা মাথায় রেখেই রণকৌশল সাজাচ্ছেন দিলীপ ঘোষরা।

ভোটের দিন ঘোষণা

ভোটের দিন ঘোষণা

অমিত শাহ ফের রাজ্যে আসার আগেই ভোটের দিন ঘোষণা হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে ভোটের দিন ঘোষণা করা হবে শুক্রবার। বিকেল সাড়ে চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করে ভোটের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণা হলে গেলেই লাগু হয়ে যাবে নির্বাচনী বিধি। কাজেই এক্ষেত্রে শাহের প্রচারেও লাগু হবে বিধিনিষেধ। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে বিজেপি কী প্রস্তুতি নিয়েছে সেদিকেও নজর রাখা হবে।

১৫০০ সভা করবে শাহ-মোদী

১৫০০ সভা করবে শাহ-মোদী

ভোটের দিন ঘোষণা হলেই ভোটের প্রাচারে আরও পারদ চড়বে বিজেপির। সূত্রের খবর মার্চ মাসে প্রায় ১৫০০ সভা করার পরিকল্পনায় রয়েছে বিজেপি। এবং এই ১৫০০ সভাতেই মোদী না হলে অমিত শাহের সভা হবে। কারণ মোদীকে মুখ করেই এবারে একুশের বিধানসভা ভোটে ঝাঁপাচ্ছে বিজেপি। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কারোর নাম ঘোষণা করেননি অমিত শাহরা। প্রথম থেকেই তাঁরা জানিয়ে আসছেন প্রধানমন্ত্রীই একমাত্র মুখ।তবে বাংলার ভূমিপুত্রই হবে বাংলার মুখ্যমন্ত্রী এমনও মন্তব্য করেছেন অমিত শাহ। তারপরেই জল্পনা পারদ চড়েছে।

সুর নরম! ব্রিগেডে বাম-কংগ্রেসের সঙ্গে থাকবে আইএসএফ, ঘোষণা আব্বাসেরসুর নরম! ব্রিগেডে বাম-কংগ্রেসের সঙ্গে থাকবে আইএসএফ, ঘোষণা আব্বাসের

English summary
West Bengal assembly election 2021: Amit Shah will visit Bengal on 2 March
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X