For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ সবার আগে! ২৪ ঘন্টার নোটিশে ঠাকুরনগরে সভা, মতুয়াদের আশ্বস্ত করলেন অমিত শাহ

বনগাঁর ঠাকুরনগরে নিয়ে অমিত শাহের (amit shah) সফর নিয়ে সেখানকার সাংসদ শান্তনু ঠাকুরের (shantanu thakur)সঙ্গে কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (mukul roy) এবং অন্যতম সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (kaila

  • |
Google Oneindia Bengali News

বনগাঁর ঠাকুরনগরে নিয়ে অমিত শাহের (amit shah) সফর নিয়ে সেখানকার সাংসদ শান্তনু ঠাকুরের (shantanu thakur)সঙ্গে কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (mukul roy) এবং অন্যতম সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvarghiya) । বৈঠকের পর তিনি জানান, ২৪ ন্টার নোটিশে ঠাকুরনগরে আসবেন অমিত শাহ।

আসতে পারলেন না শাহ! হাওড়ার 'তৃণমূল' ইউনিট হাজির দিল্লিতেআসতে পারলেন না শাহ! হাওড়ার 'তৃণমূল' ইউনিট হাজির দিল্লিতে

 অমিত শাহ না আসায় ক্ষোভ

অমিত শাহ না আসায় ক্ষোভ

শুক্রবার বিকেলে দিল্লির ইজরায়েলি দূতাবাসের কাছে হওয়া বিস্ফোরণের জেরে সেদিন রাতেই কলকাতার সূচি বাতিল করেন অমিত শাহ। যার জেরে শনিবার ঠাকুরনগরের সভাই বাতিল করা হয়। এদিকে অমিত শাহের সভা বাতিল হওয়ার খবরের জেরে মতুয়া সম্প্রদায়ের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তবে এর মধ্যেই কাউকে কাউকে বলতে শোনা যায় দেশ সবার আগে। অনেক মতুয়া ভক্তকেই ঠাকুরবাড়ি থেকে ফিরে যেতে দেখা যায়। অন্যদিকে অমিত শাহ সভা বাতিল করে মতুয়া সমাজকে অপমান করলেন বলে অভিযোগ করেন, শান্তনু ঠাকুরের জেঠিমা তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। বিষয়টিতে পুরোপুরি ভাঁওতা এবং গটআপ বলেও অভিযোগ করেন তিনি।

সকালেই ঠাকুরনগরে মুকুল, কৈলাশ

সকালেই ঠাকুরনগরে মুকুল, কৈলাশ

পরিস্থিতি সামলাতে এদিন সকালেই সেখানে পৌঁছেন যান মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়। তাঁরা সেখানে গিয়ে কথা বলেন, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে। ২০২১-এর ভোটের আগে মতুয়াদের অবস্থান যে গুরুত্বপূর্ণ তা বিবেচনা করেই মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়কে ঠাকুরবাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

মঞ্চ খোলা হবে না

মঞ্চ খোলা হবে না

ঠাকুরনগরে অমিত শাহের সভার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, তা এখনই খোলা হচ্ছে না। ২৪ ঘন্টার নোটিশে অমিত শাহ সেখানে যাবেন। এদিন ঠাকুরনগর থেকে অমিত শাহকে পরিস্থিতির কথা জানান কৈলাশ বিজয়বর্গীয়। তিনি ফোনের স্পিকার অন করে অমিত শাহের কথা শোনান। অমিত শাহ জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি ঠাকুরনগরে গিয়ে সেখানকার মানুষদের সামনে দাঁড়াবেন। অন্যদিকে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর জানান, অমিত শাহ না আসতে পারায় সেখানে কোনও রকমের ক্ষোভ তৈরি হয়নি। সাধারণ মানুষ শুধুমাত্র অমিত শাহকে সেখানে যাওয়ার জন্য বলেছেন। তিনি আরও বলেন, রাজ্য সরকার আগে সিএএকে সমর্থন করুক, তারপর এনিয়ে কথা বলুক।

সিএএ কার্যকর না হওয়ার ক্ষোভ রয়েছে মতুয়াদের মধ্যে

সিএএ কার্যকর না হওয়ার ক্ষোভ রয়েছে মতুয়াদের মধ্যে

২০১৯-এর লোকসভা নির্বাচনে নাগরিকত্ব আইন লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি যার জেরে মতুয়া অধ্যুষিত বনগাঁ এবং রানাঘাটের মতো আসনে তৃণমূলের পরাজয় ঘটে। কিন্তু ২০১৯-এ আইন সংসদে পাশ হয়ে যাওয়ার পরেই তা লাগু করা হয়নি। অমিত শাহ বলেছিলে আগে করোনা পরিস্থিতির মোকাবিলা, তারপর সিএএ। কিন্তু এই মন্তব্যের জেরে নিজের ক্ষোভ গোপন রাখেননি বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এরপর শান্তনু ঠাকুরকে নিয়ে বৈঠকে বসে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং একইসঙ্গে তাঁকে সতর্কও করা হয়। যদিও একইসঙ্গে বলা হয় অমিত শাহ ঠাকুরবাড়িতে গিয়ে সব ধোঁয়াশা দূর করবেন। এখনও তাঁরই অপেক্ষায় ঠাকুরনগরবাসী।

English summary
West bengal assembly election 2021: Amit Shah will come to Thakurnagar within 24 hour notice, says Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X