For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরে বসেই সংশাপত্র পাবেন আদিবাসীরা, মমতার পথে হেঁটেই জঙ্গলমহলে ভোট প্রতিশ্রুতি শাহের

ঘরে বসেই সংশাপত্র পাবেন আদিবাসীরা, মমতার পথে হেঁটেই জঙ্গলমহলে ভোট প্রতিশ্রুতি শাহের

Google Oneindia Bengali News

মমতার দুয়ারে সরকার প্রকল্পের কটাক্ষ করে সেই পথেই হাটলেন অমিত শাহ। বাঁকুড়ার রানি বাঁধে প্রচার সভা থেকে আদিবাসীদের ঘরে বসে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিেজপি নেতা। আদিবাসীরা ঘরে বসেই সংশাপত্র পেয়ে যাবেন প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। আদিবাসী উন্নয়ন প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা।

মমতাকে কটাক্ষ অমিত শাহের

মমতাকে কটাক্ষ অমিত শাহের

মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের ঘটনাকে ফের কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত শাহ। তিনি মঞ্চে উঠেই বলেন হেলিকপ্টারের ত্রুটির জন্য দেরি হয়েছে তাঁর সভায় পৌঁছতে। কিন্তু তার জন্য কারোর ষড়যন্ত্রের অভিযোগ তিনি করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে ঘুরছেন আর বলছেন নন্দীগ্রামে তাঁকে ষড়যন্ত্র করে ফেলে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশন বলছে দুর্ঘটনা আর টিএমসিী বলছে ষড় যত্র।

আদিবাসী সংশাপত্র নিয়ে বার্তা

আদিবাসী সংশাপত্র নিয়ে বার্তা

দুয়ারে সরকার প্রকল্প নিয়ে একের পর এক কটাক্ষ করেছিলেন অমিত শাহ সহ বিজেপি নেতারা। এবার সেই পথে হেঁটেই আদিবাসীদের সংশাপত্র ঘরে গিয়ে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। তিনি বলেছেন মমতা সরকারের সময় আদিবাসীদের সরকারি দফতরে সংশাপত্র নিয়ে ধরনা দিতে হয়। বাংলায় বিজেপি সরকার এলে আর সেটা করতে হবে। ঘরে বসেই তাঁদের সংশাপত্র পেয়েযাবেন। সরকারি আধিকারিকরা ঘরে গিয়ে তাঁদের কাগজ পৌঁছে দেবে। একই সঙ্গে ফের সপ্তপ মে কমিশন লাগু করার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। এবং শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।

অমিতের ভোট প্রতিশ্রুতি

অমিতের ভোট প্রতিশ্রুতি

বিজেপি সরকার ক্ষমতায় এলে আদিবাসীদের জন্য স্কুল। আদিবাসী উন্নয়নে ১০০ কোটি টাকা খরচ করবে বিজেপি সরকার। আদিবাসী ছাত্রদের পড়াশোনর খরচও দেবে বিজেপি সরকার। মমতা সরকার আদিবাসীদের উন্নয়নের টাকা নিয়ে দুর্নীতি করেছে বলে অভিযোগ করেছেন অমিত শাহ। এমকী প্রত্যেক আদিবাসীকে ১৮,০০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন অমিত শাহ। সেই টাকা ঘরে বসেই পেয়ে যাবেন বলে দাবি করেছেন বিজেপি নেতা। বিজেপি সরকার এলে আদিবাসীরা চাকরি পাবে।

মমতা সরকারকে নিশানা

মমতা সরকারকে নিশানা

রানিবাঁধের সভা থেকে সরাসরি মমতা সরকারকে নিশানা করে অমিত শাহ বলেছেন ১০ বছরে বাংলাকে পাতালে প্রবেশ করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বাংলায় ১০ বছরে কাটমানি সংস্কৃতিতে পরিণত করেেছ মমতা সরকার। রাজ্যে কয়লা চুরি, গরু পাচার বেড়েছে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে আদিবাসীদের বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়া হবে বলে জানিয়েছেন অমিত শাহ।

বিজেপির টিকিট না পেয়ে বিস্ফোরক অভিযোগ, তৃণমূলে ফিরতে মমতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুকে পথপ্রদর্শক মানা নেতার বিজেপির টিকিট না পেয়ে বিস্ফোরক অভিযোগ, তৃণমূলে ফিরতে মমতার সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুকে পথপ্রদর্শক মানা নেতার

English summary
West Bengal Assembly Election 2021: Amit Shah vote promiss to give cast certificate at home of Tribals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X