For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়াগড়ে একগুচ্ছ ভোট প্রতিশ্রুতি শাহের, ঠাকুরনগরে একের পর এক ঘোষণা বিজেপির সেনাপতির

মতুয়াগড়ে একগুচ্ছ ভোট প্রতিশ্রুতি শাহের, ঠাকুরনগরে একের পর এক ঘোষণা বিজেপির সেনাপতির

Google Oneindia Bengali News

রাজবংশীদের পর এবার মতুয়া ভোট ব্যাঙ্ক রক্ষায় ঠাকুরনগরের সভা থেকে মেগা প্রতিশ্রুতি বিজেপির সেনাপতি অমিত শাহের। ঠাকুর নগর স্ট্রেশনের নাম পরিবর্তন থেকে শুরু করে বয়স্ক দলপতিদের পেনশন দেওয়া এমনকী শরণার্থীদের উন্নয়নে প্রকল্প ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। বিজেপি বাংলায় সরকার গড়ার সঙ্গে সঙ্গে এগুলি কার্যকর করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। সেকারণে বিজেপিকে ক্ষমতায় আনতে মতুয়াদের ভোট চেয়েছেন তিনি।

ভোট প্রতিশ্রুতি অমিত শাহের

ভোট প্রতিশ্রুতি অমিত শাহের

ঠাকুরনগরের সভা থেকে মতুয়াদের একের পর এক ভোট প্রতিশ্রুতি দিয়ে গেলেন অমিত শাহ। স্টেশনের নাম বদল থেকে শুরু করে, শরণার্থীদেপ উন্নয়ন প্রকল্প একের পর এক ভোট প্রতিশ্রুতি গিয়েছেন অমিত শাহ। সবথেকে বড় প্রতিশ্রুতি দিয়েছেন সিএএ নিয়ে। ভ্যাকসিন পর্ব মিটে গেলেই নাগরিকত্ব পাবেন মতুয়ারা। প্রতিশ্রুতি দিয়ে গেলেন অমিত শাহ।

স্টেশনের নাম বদল

স্টেশনের নাম বদল

বিজেপি ক্ষমতায় এলে ঠাকুরনগর স্টেশনের নাম বদলে শ্রীধাম ঠাকুর নগর স্টেশন হবে। সব ঠিক করে রেখেছেন মোদী। মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেওয়ায় সেটা করা যাচ্ছে না। বিজেপি বাংসায় সরকার গড়লেই সেটা করে দেবে ঠাকুরনগরের সভা থেকে ঘোষণা করলেন অমিত শাহ। এতোদিন ঠাকুরনগর স্টেশন নামেই পরিচিত রয়েছে মতুয়াদের পবিত্র ভূমির নাম। সেই ভূমির আরও সম্মান দিতে চায় মোদী সরকার দাবি করেছেন অমিত শাহ।

একগুচ্ছ প্রতিশ্রুতি

একগুচ্ছ প্রতিশ্রুতি

শুধু স্টেশনের নাম বদলের প্রতিশ্রুতি নয়, বিজেপি সরকার ক্ষমতায় এলে মতুয়াদের প্রবীণ দলপতিদের পেনশন দেবে। এমনকী শরণার্থীদের উন্নয়নেও প্রকল্প শুরু করবে বলে ঘোষণা করেছেন অমিত শাহ। শরণার্থীরা যাঁরা বাংলায় রয়েছেন তাঁদের কল্যাণে কোনও কাজই করেনি মমতা সরকার এমনই অভিযোগ করেছেন অমিত শাহ। বাংলায়ডবল ইঞ্জিনের সরকার শরণার্থীদের কল্যাণে কাজ করবে বলে দাবি করেছে বিজেপি নেতা।

অনুপ্রবেশ কার্ড

অনুপ্রবেশ কার্ড

ঠাকুরনগরে এসেও সেই অনুপ্রবেশ কার্ডেই খেললেন অমিত শাহ। তিনি দাবি করেছেন বাংলার মানুষ অনুপ্রবেশ সংকটে বিপর্যস্ত। মমতা সরকার কোনও ভাবেই এই অনুপ্রবেশ রুখতে পারবেন না। ফের অনুপ্রবেশ ইস্যুতে মমতা সরকারকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। কোচবিহারের সভা থেকেই এই কার্ডেই মমতা সরকারকে নিশানা করেছেন তিনি। বিজেপি বাংলায় সরকার গড়লে অনুপ্রবেশ রুখে িদতে পারবে বলে দাবি করেছেন অমিত শাহ।

টিকাকরণের পরেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে, মতুয়াভূমে দাঁড়িয়ে মেগা প্রতিশ্রুতি অমিত শাহের টিকাকরণের পরেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে, মতুয়াভূমে দাঁড়িয়ে মেগা প্রতিশ্রুতি অমিত শাহের

English summary
West Bengal assembly election 2021: Amit Shah vote promiss for Matua voter from Thakurnagar meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X