bjp akshay kumar west bengal west bengal assembly election 2021 শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায় বিজেপি অক্ষয় কুমার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ politics
মিঠুনের বিজেপিতে যোগদানের দিনই ব্রিগেড নিয়ে বড় বার্তা অক্ষয়ের
এদিন একাধিক চমক নিয়ে ব্রিগেডের সভা আয়োজন করার বার্তা দিয়েছিলেন বিজেপি নেতারা। শোনা গিয়েছিল ব্রিগেডে মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের দিনই সেখানে উপস্থিত থাকতে পারেন বিলউডে তারকা অক্ষয় কুমার। আর তা নিয়েই এদিন মুখ খোলেন অক্ষয়।

অক্ষয় কুমারের নিয়ে বড় বার্তা
এদিন , অক্ষয় কুমার সাফ জানিয়েছেন, যে তিনি ব্রিগেডের সভায় থাকছেন না। ব্রিগেডে তাঁর উপস্থিতি নিয়ে খবর প্রসঙ্গে অক্ষয় মুখ খুলেই বলেন, এই ধরনের সমস্ত খবর ভুয়ো।

অক্ষয় অবাক!
এক বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন যে, তিনি অবাক গিয়ে গিয়েছেন এমন ধরনের খবরে। অক্ষয় বলেন তিনি আপাতত মুম্বইতে শ্যুটিংয়ে ব্যাস্ত। তাই কলকাতায় তিনি থেকে সেখানে রাজনৈতিক সভায় উপস্থিত হওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানান তিনি।

বিজেপিতে মিঠুন
এদিকে, বিজেপিতে এদিন যোগ দেন মিঠুন চক্রবর্তী। কলকাতার তাবড় ব্রিগেড সমাবেশে এদিন যোগ দিয়ে মিঠুন কার্যত বাংলার রাজনীতিতে বড় বার্তা দেন । এর আগে মিঠুন চক্রবর্তী তৃণমূলে ছিলেন। এরপর সারদা কাণ্ডে দলের ছন্দ পতন হয়। এরপর থেকেই দেখা যায় তৃণমূলের সঙ্গে মিঠুনের দূরত্ব। আর সমস্ত পর্বের পর এবার ব্রিগেডের সভায় মিঠুন যোগদেন বিজেপিতে।