For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির আদি-নব্য সংঘাত ঘিরে পর পর হেভিওয়েটকে শোকজ, ভাঙচুরের ঘটনার বড় পদক্ষেপ

বিজেপির আদি-নব্য সংঘাত ঘিরে পর পর হেভিওয়েটকে শোকজ, ভাঙচুরের ঘটনার বড় পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দুদের বিজেপিতে যোগদানের পর থেকেই বিজেপির মধ্যে আদি নব্য সংঘাত মাথা চাড়া দিতে শুরু করেছে। এদিকে, বিজেপিতে সদ্য যোগ দেওয়া তৃণমূলের থেকে আসা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘিরে এক সাম্প্রতিক ঘটনায় দল অস্বস্তিতে রয়েছে। যদিও ঘটনা নিয়ে মুখ এখনও খোলেনি দল। বা তার সত্যতা স্বীকার করা হয়নি দলের একাংশের তরফে। এদিকে.তার আগে বর্ধমানে কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল বিজেপি।

বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা

বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা

গত ২১ জানুয়ারি বর্ধমানে বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা রীতিমতো দৃষ্টি আকর্ষণ করে রাজ্য রাজনীতির। জানা যায়, বর্ধমানের বিজেপির জেলার নেতারাই একে অপরের বিরুদ্ধে সংঘাতের পারদ চড়াতেই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এরপরই পর পর হেভিএওয়ট নেতাদের নিয়ে ব্যবস্থা নেয় দল।

১৪ জনকে শোকজ

১৪ জনকে শোকজ

শৃঙ্খলাভঙ্গ নিয়ে বিজেপি যে কতটা কড়া , তা ফেল প্রকাশ পেল বর্ধমানের ঘটনায়। সেখানে কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ১৪ জন বিজেপি নেতাকে শোকজ করেছে দল। দল জানতে চেয়েছে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না? তার উত্তর যেন নেতারা দেন। প্রসঙ্গত, এর আগে সায়ন্তন বসু, অগ্নিমিত্রা পলের মতো নেতা নেত্রীদেরও জিতেন্দ্র তিওয়ারি ইস্যুতে মুখ খোলায় শোকজের মুখে পড়তে হয়। এরপর বর্ধমানে দলের জেলাস্তরের হেভিয়েটরা পড়লেন এই শোকজের মুখে।

১৪ জনের তালিকায় কারা?

১৪ জনের তালিকায় কারা?

জানা গিয়েছে, বর্ধমানে বিজেপির জেলা সভাপতি সন্দীপ নন্দী, সহ গৌড় মল্লিক, নন্দন সিংহ, কেশব কোনার, খোন দাস,সাগ্নিক শিকদার সহ একাধিক নেতাকে শোকজ করেছে দল। এই তালিকায় বিজেপির আদি নেতাদের সঙ্গে রয়েছেন বিজেপির নব যোগদানকারী নেতারা। জানা গিয়েছে,বঙ্গ বিজেপি প্রধান দিলীপ ঘোষের নির্দেশে এমন শোকজের চিঠি এসেছে নেতাদের কাছে।

আদি বনাম নব্য ও রথকাণ্ড

আদি বনাম নব্য ও রথকাণ্ড

রাজ্যের ২৯৪ আসনে বিজেপির রথ ঘোরার মাঝেই তাল কেটেছে বাঁকুড়ায়। সেখানে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে রথ থেকে নামিয়ে রথ ধোয়ানো হয়েছে বলে খবর। অন্য একটি সূত্রের খবর, তিনি রথে চড়তেই বিজেপির আদি নেতারা তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করতে থাকেন। তার জেরেই তিনি রথ ছাড়েন। এরপর রথকে দুধ ও গঙ্গাজল দিয়ে ধোয়ানে হয় বলে খবর। তবে জেলা নেতৃত্ব আপাতত ঘটনার সত্যতা স্বীকার করছেন না।

প্রধানমন্ত্রী মোদীর বেসরকারিকরণের তালিকায় কি কলকাতা মেট্রোও! সিদ্ধান্ত ঘিরে জল্পনা প্রধানমন্ত্রী মোদীর বেসরকারিকরণের তালিকায় কি কলকাতা মেট্রোও! সিদ্ধান্ত ঘিরে জল্পনা

English summary
West Bengal Assembly Election 2021,after Old and Neo BJP clash party show causes 14 members
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X