For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির প্রার্থী তালিকায় লকেটের নাম আসতেই দলের হেভিওয়েটের বড়সড় পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

বিজেপির রবিবারের ৬৩ জনের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের অন্দরে তীব্র মান অভিমান ক্ষোভের পালা শুরু হয়ে গিয়েছে। রবিবার সন্ধ্যে গড়াতেই জানা যায় যে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় দল ছাড়লেন। এরপর, মান অভিমান নিয়ে একাধিক খবর আসতে থাকে বহু জেলার অন্দর থেকে।

বিজেপির অন্দরে ক্ষোভের খবর

বিজেপির অন্দরে ক্ষোভের খবর

গতকালই চুঁচুড়া থেকে লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। হুগলির সাংসদ লকেটের নাম বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় আসতেই বিজেপির অন্দরে একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে খবর। আর তার জেরে দলের আরও এক হেভিওয়েট বড় পদক্ষেপ গ্রহ করেছেন।

 কী ঘটেছে চুঁচুড়ায়?

কী ঘটেছে চুঁচুড়ায়?

জানা গিয়েছে, হুগলির চুঁচুড়া আসন থেকে লকেট চট্টোপাধ্যায়ের নাম আসতেই দল তো বটেই, রাজনীতিই ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন সেখানের হেভিওয়েট সুবীর নাগ। এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর বলছে, সুবীর নাগ ক্ষোভের সুরে জানিয়েছেন, দল তাঁর প্রয়োজনীয়তা অনুভব করতে পারছে না। তাঁর অভিমান, পরিশ্রম করে দলকে দাঁড় করানোর পর তাঁর সঠিক মূল্যায়ন করেনি বিজেপি।

চুঁচুড়ায় লকেট প্রার্থী

চুঁচুড়ায় লকেট প্রার্থী

এর আগে রবিবার চুঁচুড়া কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়কে বিজেপি প্রার্থী করতেই তিনি জানান, জয়ের বিষয়ে তিনি আশাবাদী। আর সেই জায়গা থেকে তিনি এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রার্থীপদ ঘোষণার পর এমনটা হয়। তবে সকলকে একসঙ্গে মিলে চলতে হবে। দল সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্ত মানতে হবে। তিনি জানান প্রয়োজনে তিনি নিজে বিক্ষুব্ধ নেতার সঙ্গে কথা বলবেন।

 বিজেপি কর্মীদের ক্ষোভ হেস্টিংসে!

বিজেপি কর্মীদের ক্ষোভ হেস্টিংসে!

এদিকে, জানা যাচ্ছে, বিজেপির প্রার্থীপদ ঘোষিত হতেই উত্তরপাড়াতেও চরম বিপত্তি দেখা গিয়েছে। এদিন হেস্টিংসে বিজেপির কার্যালয়ের সামনে একাধিক জায়গায় প্রার্থী বদল নিয়ে দাবি ওঠে বিজেপি কর্মীদের তরফে। সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধো স্লোগান ওঠে। পাঁচলা ,উদয়নারায়ণপুরে প্রার্থী বদলের ডাক দেওয়া হয়।

English summary
West Bengal Assembly election 2021, After Locket Chaterjee's candidature announced BJP's Subir Nag takes step
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X