For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অব কি বার ট্রাম্প সরকার' বনাম রিহানাদের টুইট! অধীরের প্রশ্নবাণে একের পর এক খোঁচা

'অব কি বার ট্রাম্প সরকার' বনাম রিহানাদের টুইট! অধীরের প্রশ্নবাণে একের পর এক খোঁচা

  • |
Google Oneindia Bengali News

একদিকে কৃষকরা অস্থানে অনড়, অন্যদিকে কেন্দ্র সাফ জানিয়েছে কোনও মতেই সম্পূর্ণভাবে তিনটি কৃষি আইন তুলে দেওয়া সম্ভব নয়। এদিকে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে ওই বিতর্কিত কৃষি আইনে। লালকেল্লায় কষক বিক্ষোভের জেরে অপ্রীতিকর ঘটনার পর এদিকে বিশ্বজুড়ে এই আন্দোলন নিয়ে একের পর এক বার্তা উঠে আসতে শুরু করেছে রিহানা, গ্রেটাদের মতো সেলেবদের তরফে। এবার এই প্রসঙ্গে মুখ খুলে সরব অধীর চৌধুরী।

গ্রেটার বিরুদ্ধে পদক্ষেপ!

গ্রেটার বিরুদ্ধে পদক্ষেপ!

সুইডেনের পরিবেশপ্রেমী গ্রেটা থুনবার্গ কয়েকদিন আগেই ভারতের কৃষক আন্দোলন নিয়ে সরব হয়েছেন। এরপর তিনি কৃষক বিক্ষোভের টুলকিট পোস্ট করেই তা ডিলিট করেন। ঘটনার পর তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

 খালিস্তানি যোগ ও বিজেপির বার্তা

খালিস্তানি যোগ ও বিজেপির বার্তা

প্রসঙ্গত, লালকেল্লার ঘটনার পর থেকে বিজেপির তরফে কৃষক বিক্ষোভ ঘিরে খালিস্তানি যোগের অভিযোগ আরও জোরদার হয়েছে। এদিকে, গ্রেটার বক্তব্য কৃষক বিক্ষোভ নিয়ে আসতেই তাঁকে 'বাচ্চা মেয়ে' বলে কটাক্ষও করেছেন বহু গেরুয়া শিবিরের নেতা।

প্রসঙ্গ উঠল 'হাউডি মোদী'র

প্রসঙ্গ উঠল 'হাউডি মোদী'র

এদিকে, বিরোধী শিবির বারবার গ্রেটাদের টুইট নিয়ে মোদী সরকারকে খোঁচা দিতে শুরু করেছে। অধীর চৌধুরীও সেই রাস্তা ধরে মোদীকে খোঁচা দিয়েছেন। তাঁর বক্তব্য, আমেরিকায় জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডে আমরা যখন সমস্বরে প্রতিবাদ করি , তখন তো কেউ প্রশ্ন তোলেননি!

'অব কি বার ট্রাম্প সরকার' বনাম রিহানাদের টুইট

'অব কি বার ট্রাম্প সরকার' বনাম রিহানাদের টুইট

রাজ্যসভায় ডেরেক ও ব্রায়ান গতকালই অব কি বার ট্রাম্প সরকার ও রিহানাদের টুইট নিয়ে বক্তব্য রাখেন। এদিন অধীর চৌধুরী টুইটে দাবি করেন, 'আমাদের কিছু দেশপ্রেমিক আমেরিকায় গিয়ে বলেছিলেন, 'অব কি বার ট্রাম্প সরকার'। এর মানে কী? জর্জ ফ্লয়েডের হত্যাকান্ডে আমরা যখন সমস্বরে প্রতিবাদ করি , তখন তো কেউ প্রশ্ন তোলেননি এখন রিহানা, থুনবার্গরা আমাদের দেশের কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন, তখন এত বিরক্ত কেন?'

নবদ্বীপে রথ টানার অনুমতি পেল বিজেপি, সোশ্যাল মিডিয়াতে খোঁচা তৃণমূলেরনবদ্বীপে রথ টানার অনুমতি পেল বিজেপি, সোশ্যাল মিডিয়াতে খোঁচা তৃণমূলের

English summary
West Bengal Assembly Election 2021, Adhir Chowdhury questions BJP over Rihana tweet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X